গ্যাজেট

ফ্রিতে পাওয়া যাবে ৬০ হাজার টাকার Samsung Galaxy Watch Ultra, আপনিও জিততে পারেন

Published on:

Samsung Galaxy watch ultra free win opportunity for walk thon india challenge

সম্পূর্ণ বিনামূল্যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা জেতার সুযোগ। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি স্যামসাং হেলথ অ্যাপ ব্যবহারকারীদের জন্য ‘ওয়াক-এ-থন ইন্ডিয়া চ্যালেঞ্জ’ নামে একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে। এটি চলবে ৩০ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের জন্য পুরস্কার রয়েছে বিনামূল্যে একটি গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা জেতার সুযোগ। চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে, স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের কিছু শর্ত সম্পূর্ণ করতে হবে। যেমন – ৩০ দিনের মধ্যে ২০০,০০০ স্টেপ হাঁটতে হবে।

WhatsApp Community Join Now

তারপর অংশগ্রহণকারীদের #WalkathonIndia হ্যাশট্যাগ ব্যবহার করে অবশ্যই Samsung Members অ্যাপে তাদের সম্পূর্ণ স্টেপ গণনার একটি স্ক্রিনশট আপলোড করতে হবে। যারা সমস্ত শর্ত পূরণ করবে তাদের মধ্যে থেকে তিনজন ভাগ্যবান বিজয়ীকে নির্বাচন করা হবে।

অংশগ্রহণকারীরা Samsung Health অ্যাপটি খুলে ‘টুগেদার’ অপশনে ক্লিক করে এই চ্যালেঞ্জে সামিল হতে পারবেন। অ্যাপে তারা ওয়াক-এ-থন ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের পদক্ষেপগুলি ট্র্যাক করা শুরু করতে হবে।

Samsung Galaxy Watch Ultra এর স্পেসিফিকেশন ও দাম

এই স্মার্টওয়াচের দাম ৫৯,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা মডেলে রয়েছে ১০ ATM ওয়াটার রেসিস্ট্যান্স, জল ও ধুলো প্রতিরোধের জন্য IP৬৮ রেটিং, এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেনশন। Galaxy Watch Ultra পাওয়ার সেভিং মোডে ১০০ ঘন্টা পর্যন্ত রানটাইম অফার করে। এতে রয়েছে নতুন বায়োঅ্যাক্টিভ সেন্সর, যা অন-ডিমান্ড ECG রেকর্ডিং এবং HR অ্যালার্ট ফাংশন হিসাবে কাজ করে এবং অস্বাভাবিকভাবে উচ্চ বা নিম্ন হৃদস্পন্দন শনাক্ত করতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন