Categories: গ্যাজেট

Samsung Galaxy XR এর ডিজাইন প্রকাশ্যে, টেক্কা দেবে Apple Vision Pro কে

স্যামসাং তাদের নতুন Samsung Galaxy XR হেডসেটের ওপর বর্তমানে কাজ করছে। গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টের সময় দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি এই প্রজেক্টটির বিষয়ে সংক্ষিপ্তভাবে জানিয়েছিল। আর এখন একটি নতুন রিপোর্ট থেকে Samsung Galaxy XR হেডসেটের অফিসিয়াল রেন্ডার সামনে এসেছে। পাশাপাশি বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন এগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

সামনে এল Samsung Galaxy XR হেডসেটের রেন্ডার ও ফিচার

প্রজেক্ট মুহান নামে পরিচিত এই ডিভাইসটি Samsung Galaxy XR নামে লঞ্চ হবে বলে জানা গেছে। এর বাহ্যিক চেহারা দেখে অনুমান করা হচ্ছে স্যামসাং, অ্যাপল-এর Vision Pro-এর ডিজাইন থেকে স্পষ্ট অনুপ্রেরণা নিয়েছে। হেডসেটটিতে দুটি অভ্যন্তরীণ লেন্স, আরামদায়ক ফিটের জন্য একটি মোড়কযুক্ত “লাইট শিল্ড” এবং পাওয়ারের জন্য একটি বহিরাগত ব্যাটারি প্যাক, যা অনেকটা Apple Vision Pro-এর মতো।

Samsung Galaxy XR হেডসেটের সামনে এবং পিছনে একাধিক ক্যামেরা এবং সেন্সর থাকবে। হাত ট্র্যাকিংয়ের জন্য সামনের কাচের নীচে চারটি সেন্সর পাওয়া যাবে, আর নাকের কাটআউটের কাছে দুটি বৃত্তাকার সেন্সর লোয়ার ফিল্ড অফ ভিউ ট্র্যাক করে। এছাড়া, দেয়াল, মেঝে এবং সিলিংয়ের মতো বাস্তব পরিবেশ সনাক্ত করার জন্য কপালের কাছে একটি প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

হেডসেটের ভিতরের দিকে আই ট্র্যাকিংয়ের জন্য প্রতিটি লেন্সের কাছে এক জোড়া ক্যামেরা পাবেন। এটি রিয়েল টাইমে চোখের নড়াচড়া এবং মণির অবস্থান পর্যবেক্ষণ করার জন্য ইনফ্রারেড এলইডি এবং এআই ব্যবহার করে বলে জানা গেছে। Samsung Galaxy XR এর উভয় ডিসপ্লেই ৪কে মাইক্রো-এলইডি প্যানেল হবে, যার ঘনত্ব প্রতি ইঞ্চিতে ৪,০৩২ পিক্সেল এবং মোট প্রায় ২৯ মিলিয়ন পিক্সেল। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্সআর২ প্লাস জেন ২ চিপসেট ব্যবহার করা হবে।

এর পাশাপাশি, স্যামসাং একাধিক মাইক্রোফোন ব্যবহার করবে এই হেডসেটে, যা ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে ইউজারের ভয়েস আলাদা করতে পারে এবং স্পষ্ট কথোপকথনের জন্য অন্যদের ভয়েস আরও উন্নত করতে পারে। হেড স্ট্র্যাপে উভয় পাশে স্পিকার থাকবে, অন্যদিকে ডান পাশে নেভিগেশনের জন্য একটি টাচপ্যাডও পাওয়া যাবে। এতে একটি লং ট্যাপ দিয়ে কন্টেন্টকে রিসেন্টার করা এবং একটি ডবল ট্যাপ দিয়ে ভার্চুয়াল রিয়ালিটি (VR) এবং পাসথ্রু মোডগুলির মধ্যে স্যুইচ করা যাবে। ওপরে দুটি ফিজিক্যাল বাটন দেওয়া হবে।

ব্যাটারি ব্যাকআপ

ইউজার ইন্টারফেস সর্ম্পকে বললে, এর অ্যাপ আইকনগুলি স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনগুলির মতোই এবং এতে সম্পূর্ণ গুগল প্লে স্টোর (Google Play Store) সাপোর্ট করে। ত্রিমাত্রিক (3D) পরিবেশ নিয়ন্ত্রণের জন্য Samsung Galaxy XR কন্ট্রোলার সাপোর্টও অফার করবে। কন্ট্রোলারগুলিতে ছয়টি ডিওএফ (DoF), অ্যানালগ স্টিক এবং হ্যাপটিক ফিডব্যাক মিলবে। হেডসেটটি ২.৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং ২ ঘন্টা সাধারণ ব্যবহারের জন্য ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানা গেছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

8 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

8 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

8 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

20 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

20 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.