গ্যাজেট

বাজেট ১৩ থেকে ১৫ হাজার টাকা? স্যামসাং, এলজি ও শাওমির Smart LED TV -র সন্ধান আপনার জন্য

Published on:

Smart led tv lg Samsung xiaomi under 15000

১৫ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডেড Smart LED TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা আপনাকে Samsung, LG এবং Xiaomi-র কিছু এলইডি টিভি সম্পর্কে বলবো যাদের দাম ১৩ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে। এই টিভিগুলি কোনও অফার ছাড়াই এত সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। এই স্মার্ট এলইডি টিভিগুলিতে দুর্দান্ত ডিসপ্লে, ডলবি অডিও সাউন্ড আছে।

LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV

এই টিভিটি অ্যামাজন ইন্ডিয়ায় ১৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের HD রেডি ডিসপ্লে উপস্থিত। সাউন্ডের জন্য এতে রয়েছে ১০ ওয়াটের আউটপুট সহ ডলবি অডিও সাপোর্ট। এই টিভিতে ডিটিএস ভার্চুয়াল: এক্সও উপস্থিত। কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে ২টি এইচডিএমআই পোর্ট এবং ১টি ইউএসবি পোর্ট। কোয়াড-কোর প্রসেসরে কাজ করা এই টিভিটি বিল্ট-ইন ওয়াই-ফাইয়ের সাথে এসেছে।

WhatsApp Community Join Now

Xiaomi Smart TV A 80 cm (32) HD Ready Smart Google LED TV

এই শাওমি টিভিটি অ্যামাজন ইন্ডিয়ায় ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ১৩৬৬x৭৬৮ পিক্সেল রেজোলিউশনের এইচডি রেডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাউন্ডের জন্য, টিভিটি ২০ ওয়াট আউটপুট সহ ডলবি অডিও অফার করে। এতে রয়েছে ১.৫ জিবি র‌্যাম ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। কানেক্টিভিটির জন্য টিভিতে রয়েছে ২টি এইচডিএমআই পোর্ট এবং ২টি ইউএসবি পোর্ট।

আরও পড়ুনঃ অর্ধেকেরও কম দামে HP ল্যাপটপ, বাজেট ফোনের মূল্যে বাড়ি আনুন

Samsung 80 cm (32 inches) HD Ready Smart LED TV

এই স্যামসাং টিভিটি অ্যামাজন ইন্ডিয়ায় ১৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ HD রেডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ২০ ওয়াটের সাউন্ড আউটপুট দেয়। ডলবি ডিজিটাল প্লাস দ্বারা টিভির সাউন্ড কোয়ালিটি উন্নত করা হয়েছে। এতে দুটি এইচডিএমআই পোর্ট এবং একটি ইউএসবি পোর্ট আছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন