১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে Redmi, Samsung এর দুর্দান্ত স্মার্ট টিভি, বর্ষার সেলে সস্তায় কিনে নিন

এই মুহূর্তে যদি আপনি নতুন টিভি খোঁজ করে থাকেন, আর বাজেট ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে থাকে, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে কিছু চমৎকার বিকল্পের সন্ধান পাবেন। এই স্মার্ট টিভিগুলিতে (Smart TV) উন্নত ডিসপ্লে, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি, নজরকাড়া ডিজাইন আর স্মার্ট ফিচার পাওয়া যাবে। তবে এত কিছুর পরও দাম থাকবে সাধ্যের মধ্যে। এই প্রতিবেদনে আছে স্যামসাংয়ের ওয়ান্ডারটেইনমেন্ট সিরিজের টিভি, রেডমি ও আইটেল-এর চমকপ্রদ মডেলও।
Redmi 32-ইঞ্চি F সিরিজের HD Ready Fire TV
রেডমির এই স্মার্ট টিভিটি অ্যামাজনে বিক্রি হচ্ছে মাত্র ১০,৯৯৯ টাকায়। এর রেজোলিউশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। সাউন্ডের জন্য এতে ডলবি অডিও সাপোর্ট সহ ২০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে। টিভিটির ডিজাইন দারুণ স্লিম আর বেজেললেস। এতে ১ জিবি র্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সাথে এক বছরের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে।
Itel 32-ইঞ্চি HD Ready LED TV G32HX
আইটেল সবসময় কম দামে প্রোডাক্ট আনে, আর এই টিভিটিও তার ব্যতিক্রম নয়। এর দাম ১১,৪৯৯ টাকা। ডিসপ্লে রেজোলিউশন রেডমির মতোই ১৩৬৬x৭৬৮ পিক্সেল। সাউন্ডের জন্য ২৪ ওয়াটের ডলবি অডিও আউটপুট পাওয়া যাবে। এছাড়া রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টসহ স্মার্ট রিমোট ও বিল্ট-ইন ক্রোমকাস্টের সুবিধা।
Samsung 32-ইঞ্চি Wondertainment Series Smart TV
স্যামসাংয়ের টিভিটি এই লিস্টের মধ্যে সবচেয়ে দামী, মূল্য ধার্য করা হয়েছে ১৪,৪৮০ টাকা। এতে রয়েছে এইচডি রেডি ডিসপ্লে (রিফ্রেশ রেট ৫০ হার্টজ), ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড আর ২০ ওয়াটের সাউন্ড আউটপুট। কনেক্টিভিটির জন্য পাওয়া যাবে দুটি HDMI পোর্ট। স্যামসাং ২ বছরের ওয়ারেন্টিও দিচ্ছে এর সাথে।