২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল (IPL)। এই টুর্নামেন্ট আরও উপভোগ্য করে তোলার জন্য স্মার্ট টিভিতে ছাড় ঘোষণা করল একাধিক কোম্পানি। অ্যামাজনে শুরু হয়েছে নয়া সেল। যেখানে মাত্র ৬,৯৯৯ টাকা থেকে শুরু স্মার্ট টিভির (Smart TV) দাম। দাবি করা হচ্ছে, ঘরের ভিতরই স্টেডিয়ামের পরিবেশ বয়ে আনবে টিভিগুলি। এই সেলের নাম Electronics Premier League (EPL)।
অ্যামাজনের নতুন এই ইলেকট্রনিক্স প্রিমিয়ার লিগ (ইপিএল) চলবে ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। Smart TV-সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের উপর ছাড় পাওয়া যাবে। কোন কোন স্মার্ট টিভি কত দামে পাওয়া যাচ্ছে আসুন জেনে নেওয়া যাক।
Redmi-র লেটেস্ট F সিরিজের Smart LED টিভিতে ৪০ শতাংশ ছাড় রয়েছে। এতে মিলবে ৪৩ ইঞ্চি স্ক্রিন এবং স্টেরিও স্পিকার-সহ, ৪কে মানের কন্টেন্ট উপভোগ করার সুযোগ। এটির আসল দাম ৪২,৯৯৯ টাকা হলেও, সেল চলাকালীন পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়।
আরও বেশি টাকা সাশ্রয় করতে চান? তাহলে স্কাইওয়াল স্মার্ট এইচডি টিভি ৬৮ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই স্মার্ট টিভিতে রয়েছে একটি ৩২ ইঞ্চি স্ক্রিন। ২২,৪৯৯ টাকা দামের এই টিভিটি এখন মাত্র ৭,২৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়া ব্যাংক ছাড়ও রয়েছে।
কোডাকের এলইডি স্মার্ট টিভি একটি অসাধারণ বিকল্প হতে পারে। সেল চলাকালীন এটি আসল দামের অর্ধেক মূল্যে পাওয়া যাচ্ছে। টিভির স্ট্যান্ডার্ড দাম ১৫,৯৯৯ টাকা হলেও, এটি অ্যামাজনে মাত্র ৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও ব্যাংক অফার সহ বিভিন্ন ছাড়ের সুবিধা রয়েছে।
Xiaomi-এর স্মার্ট টিভির দাম বর্তমানে ২৪,৯৯৯ টাকা। কিন্তু ইপিএল সেল চলাকালীন ছাড় থাকায় এটি ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই মডেলটিতে রয়েছে ৩২ ইঞ্চির এইচডি-রেডি স্ক্রিন, যা এটিকে আনন্দের জন্য একটি দুর্দান্ত পছন্দ করে তুলতে পারে।
VW স্মার্ট টিভিটি এই তালিকায় সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফ্রেমলেস বিকল্প। ৩২ ইঞ্চি স্ক্রিনে এইচডি কোয়ালিটির ভিডিয়ো দেখা যাবে। সেল চলাকালীন ১৬,৯৯৯ টাকা দামের এই টিভি মাত্র ৭,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এবং ৩০০ টাকা পর্যন্ত ব্যাংক ছাড়ও পাবেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.