গ্যাজেট

নতুন বছর উপলক্ষে 8000 টাকা ছাড়ে Sony Smart TV, অনেক কম দামে 43 ইঞ্চি টিভি

Published on:

Sony Bravia 2 Ultra HD 43 inch smart tv price drop by rs 8000 in Amazon new year sale

আপনি যদি নতুন বছরে বাড়ির জন্য 43 ইঞ্চি Smart TV কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে অ্যামাজনের নিউ ইয়ার সেল থেকে Sony-র একটি টিভি নিতে পারেন। আমরা এখানে সনি ব্রাভিয়া সিরিজের একটি টিভির সম্পর্কে কথা বলছি, যা অ্যামাজনের নিউ ইয়ার সেলে লঞ্চের মূল্যের চেয়ে 8000 টাকা কম দামে বিক্রি হচ্ছে। এই সনি টিভিতে সেরা ফিচার উপস্থিত। এই টিভিতে দুর্দান্ত 4K আল্ট্রা এইচডি ভিজ্যুয়াল পাওয়া যাবে। আসুন এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Sony Bravia 2 Ultra HD 43 ইঞ্চি স্মার্ট টিভিতে আকর্ষণীয় ছাড়

অ্যামাজনের লিমিটেড ডিলে সনি ব্র্যান্ডের এই টিভির সাথে 8000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। যারপর এটি বর্তমানে অ্যামাজনে 39,990 টাকায় তালিকাভুক্ত রয়েছে। এর পাশাপাশি পাওয়া যাচ্ছে 1000 টাকার কুপন ডিসকাউন্ট। আবার আপনি যে কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 2000 টাকা ছাড় পাবেন। এর পরে সনি ব্রাভিয়া সিরিজের টিভিটি 36,990 টাকায় কেনা যাবে। এর সাথে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে।

WhatsApp Community Join Now

এই বিশেষ ফিচারগুলি পাওয়া যাবে সনি ব্রাভিয়া 2 সিরিজের টিভিতে

নতুন সনি ব্রাভিয়া 2 আল্ট্রা এইচডি 43 ইঞ্চি টিভিতে X1 পিকচার প্রসেসরের সাথে 4K এলইডি স্ক্রিন উপস্থিত। এই টিভিটি 4K X-Reality Pro অ্যালগরিদম ব্যবহার করে ফুল এইচডি এবং 2K কনটেন্টকে সম্পূর্ণ 4K রেজোলিউশনে আপস্কেল করতে সহায়তা করে। স্মার্ট কানেক্টিভিটির জন্য সনি ব্রাভিয়া 2 সিরিজের টিভি মডেলে রয়েছে গুগল টিভি। এতে ওটিটি অ্যাপস এবং গেমস সহ হাজার হাজার টিভি অ্যাপ্লিকেশন সাপোর্ট করে।

এই টিভিতে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ভয়েস কমান্ডও সাপোর্ট করবে। আইফোন ব্যবহারকারীরা অ্যাপল এয়ারপ্লে এবং অ্যাপল হোম কিট ব্যবহার করে টিভিতে তাদের স্ক্রিনটি শেয়ার করতে পারবে। নতুন সনি টিভিতে রয়েছে ডলবি অডিওর সাথে 20W স্টেরিও স্পিকার। এই টিভিতে 3840×2160 পিক্সেল স্ক্রিন রেজোলিউশন এবং 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন