ভারতের বাজারে নতুন তিনটি টিভি লঞ্চ করল TCL। সংস্থাটি এদেশে Q6C QD-Mini LED টিভি সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে এসেছে তিনটি মডেল – ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি। তিনটি মডেলই কেবলমাত্র অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। TCL Q6C QD-Mini LED টিভি সিরিজে পাওয়া যাবে কিউএলইডি স্ক্রিন, এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রো, কোয়াড কোর প্রসেসর ও ২.১ চ্যানেলের স্পিকার।
নতুন টিসিএল টিভির ৫৫ ইঞ্চি মডেলটি (TCL 55Q6C) মিলছে ৫১,৯৯০ টাকায়। ৬৫ ইঞ্চি মডেলটি (TCL 65Q6C) পাওয়া যাবে ৭০,৯৯০ টাকায়। আর সবচেয়ে বড় ৭৫ ইঞ্চি মডেলটি (TCL 75Q6C) কিনতে হলে গুনতে হবে ১,১৪,৯৯০ টাকা। তিনটি মডেলই এখন অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।
টিসিএলের নতুন টিভি সিরিজে দেওয়া হয়েছে QD-Mini LED প্রযুক্তি। প্রতিটি মডেলেই রয়েছে ৪কে রেজোলিউশন (৩৮৪০×২১৬০ পিক্সেল) এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট।টিভিগুলিতে আইম্যাক্স এনহ্যান্সড, এইচডিআর১০ প্লাস, এমইএমসি, ও অটো লো ল্যাটেন্সি মোড-এর সাপোর্ট রয়েছে। যারা গেম খেলেন, তাদের জন্য বাড়তি পাওনা হল AMD FreeSync Premium Pro-এর সাপোর্ট। এই প্রযুক্তি স্ক্রিন টিয়ারিং বা স্টাটারিংয়ের ঝামেলা অনেকটাই কমিয়ে দেয়।
এই টিভিগুলিতে ব্যবহার করা হয়েছে ৬৪-বিট কোয়াড-কোর AIPQ Pro প্রসেসর। এখানে এআই-এর সাহায্যে সিন, কনট্রাস্ট, রঙ, মুভমেন্ট, HDR ও ক্ল্যারিটি-র মতো নানা ফিচার অপ্টিমাইজ করা হবে। প্রতিটি টিভিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এগুলি গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে। আর সাথে রয়েছে ভয়েস রিমোট, যেখানে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, সনি লিভ, TCL চ্যানেল এবং ইউটিউবের জন্য শর্টকাট বাটনও দেওয়া আছে।
টিভিগুলিতে সাউন্ডের জন্য রয়েছে ONKYO-র ২.১ চ্যানেল স্পিকার, যেখানে ডলবি অ্যাটমসের সাপোর্টও পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.