সম্প্রতি IFA 2025 ইভেন্টে Tecno বেশ কয়েকটি ডিভাইস লঞ্চ করেছে। এরমধ্যে রয়েছে Tecno Slim সিরিজের দূটি মডেল – Tecno Spark Slim ও Tecno Pova Slim। ইতিমধ্যেই আমরা এই ডিভাইস দুটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। এমনকি Tecno Pova Slim 5G ফোনটি ইতিমধ্যে ভারতেও লঞ্চ হয়েছে। তবে এছাড়াও এই ইভেন্টে কোম্পানি Tecno MegaPad Pro এর উপর থেকেও পর্দা সরিয়েছে। এই প্রতিবেদনে আমরা এই ট্যাবলেটটি নিয়ে আলোচনা করবো।
কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, Tecno MegaPad Pro হল একটি AI চালিত ট্যাব। এতে আছে ১২ ইঞ্চি ২কে ডিসপ্লে, যা ৪৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৬% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এতে ডলবি অডিও সাপোর্ট সহ চারটি স্পিকার পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এই ট্যাবের সাথে টেকনো কীবোর্ডও সাপোর্ট করবে।
এদিকে টেকনো মেগাপ্যাড প্রো ট্যাবলেটে এআই কী উপস্থিত, যেটা চাপলে টেকনো Ella অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। এছাড়া এই ট্যাবটি এআই রাইটিং, এআই ড্রয়িং বোর্ড, স্মার্ট স্ক্যানার, স্মার্ট টেক্সট রিকগনিশন, ৫০টিরও বেশি ভাষায় রিয়েল-টাইম ট্রান্সলেশন এবং এআই নয়েজ ক্যান্সেলেশন ফিচার অফার করবে। তবে এর ক্যামেরা স্পেসিফিকেশন বা প্রসেসর সম্পর্কে কিছু জানা যায়নি।
MegaPad Pro ট্যাবলেটের বিশেষ বিশেষ ফিচার প্রকাশ করলেও, এর মূল্য বা প্রাপ্যতার বিষয়ে Tecno এখনও কিছু জানায়নি। আশা করা যায়, চলতি মাসের শেষের দিকে এটি বিভিন্ন দেশে লঞ্চ হবে এবং তখন এর দাম জানা যাবে।
টেকনোর স্পার্ক সিরিজের এই মডেলটি মাত্র ৫.৯৩ মিমি পুরু। এতে ০.৩৬মিমি অতি পাতলা অ্যারোস্পেস-গ্রেড ফাইবারগ্লাস ব্যাক কভার ব্যবহার করা হয়েছে। সাথে এতে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ জল এবং ধুলো প্রতিরোধী রেটিং এবং মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।
Tecno Spark Slim এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫১৬০ এমএএইচ ব্যাটারি, ০.৩ মিমি ভ্যাপার চেম্বার ও মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। এতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা ১.৫কে স্ক্রিন রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.