গ্যাজেট

১৪ হাজার টাকার মধ্যে LG সহ সেরা তিনটি Smart TV, দুর্দান্ত সাউন্ড সহ পাবেন ৪০ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন

যারা কম বাজেটে নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এখন ফ্লিপকার্টে রয়েছে কিছু দারুণ বিকল্প। ১৪ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এমন তিনটি স্মার্ট টিভি, যেগুলোর ফিচার ও পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। ডিজাইনেও টিভিগুলো আধুনিক, যা আপনার ঘরের লুককে আরও আকর্ষণীয় করে তুলবে। আসুন জেনে নিই কোন কোন টিভি রয়েছে এই তালিকায়।

Motorola 32 inch QLED HD Ready Smart Google TV

এই টিভিটির দাম মাত্র ১০,৪৯০ টাকা। এতে রয়েছে ১৩৬৬ x ৭৬৮ পিক্সেলের এইচডি প্লাস ডিসপ্লে এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। সাউন্ড কোয়ালিটি ভালো রাখতে দেওয়া হয়েছে ২০ ওয়াটের স্পিকার ও ডলবি অডিও সাপোর্ট। টিভিটি কোয়াড-কোর মিডিয়াটেক প্রসেসরে চলে এবং এতে আছে ১.৫ জিবি র‌্যাম ও ৮ জিবি স্টোরেজ। ইনবিল্ট ক্রোমকাস্ট ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মতো স্মার্ট ফিচারও রয়েছে। ব্যাংক ডিসকাউন্টে দাম আরও কমতে পারে।

LG LR57 32 inch HD Ready LED WebOS TV (2025 ভার্সন)

এলজি-এর এই টিভির দাম ১৩,৯৯০ টাকা এবং এটি WebOS প্ল্যাটফর্মে চলে। এতে রয়েছে এআই ব্রাইটনেস কন্ট্রোল, ১০ ওয়াট সাউন্ড আউটপুট এবং এআই প্রসেসর জেন ৬। ১৩৬৬ x ৭৬৮ পিক্সেলের এইচডি রেডি ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ এই টিভিটি একদম পারফেক্ট চয়েস। এতে ওয়াই-ফাই ও স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারও আছে।

Thomson Alpha 40 inch Full HD Linux TV

যদি আপনি বড় স্ক্রিন চান, তাহলে এই ৪০ ইঞ্চির থমসন টিভি হতে পারে সেরা পছন্দ। এর দাম ১২,৯৯৯ টাকা। এতে রয়েছে ফুল এইচডি (১৯২০ x ১০৮০ পিক্সেল) ডিসপ্লে, ৩০ ওয়াট সাউন্ড আউটপুট এবং লিনাক্স OS। টিভিটির ডিজাইন পুরোপুরি ফ্রেমলেস এবং এতে আছে ইনবিল্ট ওয়াই-ফাই ও মিরাকাস্ক সাপোর্ট।

Puja Mondal

পূজা মন্ডল গত 2 বছর ধরে Tech Gup এর প্রযুক্তি বিষয়ক বিভিন্ন খবর লিখছেন। নতুন নতুন অ্যাপ সম্পর্কে জানতে এবং তার কার্যকারিতা ঘেঁটে দেখতে পূজার খুব ভালো লাগে। ভূগোল নিয়ে BA পাস করার পর সে ডিজিটাল মিডিয়ায় লিখতে শুরু করে 2020 সাল থেকে। তার শখের মধ্যে রয়েছে নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া।

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

8 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

8 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

8 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

20 hours ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

20 hours ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

1 day ago

This website uses cookies.