আপনি যদি কম দামে ৪৩ ইঞ্চি ব্র্যান্ডেড স্মার্ট টিভি কিনতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অফারের সাথে উপলব্ধ বেশ কয়েকটি স্মার্ট টিভির বিষয়ে বলবো যেখানে 4K রেজোলিউশন, ইনবিল্ট ওয়াই-ফাই, ডলবি অডিও এবং বেশি মেমোরি ও র্যাম পাওয়া যাবে। আবার কানেক্টিভিটি অপশন হিসেবে একাধিক বিকল্প উপস্থিত।
এলইডি ডিসপ্লে সহ আসা এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের 4K আল্ট্রা এইচডি (৩৮৪০ x ২১৬০) রেজোলিউশন আছে। অ্যামাজনের সেলে ১৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই টিভি। এটি নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার এবং ইউটিউবের জন্য বিশেষ কী সহ এসেছে।
এই টিভি আপনাকে ফুল এইচডি ভিডিও কোয়ালিটি অফার করে। এই কোডাক টিভিতে আছে ৩০ ওয়াটের ডলবি স্পিকার। এই টিভিতে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জি৫, সোনি লিভ, ইউটিউব এবং হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্ম প্রি-ইনস্টল আছে। ফ্লিপকার্ট থেকে মাত্র ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে এই টিভি।
ফ্রেমলেস স্ক্রিন এবং শক্তিশালী ডলবি অডিও সমৃদ্ধ এই টিভিতে আছে ২৪ ওয়াটের সাউন্ড আউটপুট, যা ঘরে বসেই দেবে থিয়েটারের মতো সাউন্ড এক্সপেরিয়েন্স। ৪৩ ইঞ্চি এই স্মার্ট টিভিতে আপনি উপভোগ করতে পারবেন অসাধারণ পিকচার কোয়ালিটি সহ লেটেস্ট যেকোনো মুভি ও সিরিজ। ভক্সওয়াগনের এই টিভিটি ভারতে বেশ জনপ্রিয়। অ্যামাজন সেল চলাকালীন এটি ১৪,৪৯৯ টাকায় কেনা যাবে।
এই থমসন টিভিতে রয়েছে ৩টি এইচডিএমআই এবং ২টি ইউএসবি পোর্ট, যার মাধ্যমে আপনি এই ৪৩ ইঞ্চি টিভিতে গেমিং কনসোল এবং সেট-টপ বক্স যুক্ত করতে পারবেন। টিভিটি নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জি৫, জিও সিনেমা, সোনি লিভ, ইউটিউব এবং ডিজনি + হটস্টারের মতো ওটিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে দেবে। ফ্লিপকার্ট থেকে সবচেয়ে কম দামে কেনা যাবে এই স্মার্ট ৪৩ ইঞ্চি টিভি। এর দাম মাত্র ১৫,৪৯৯ টাকা।
এই টিভি ২০ ওয়াট সাউন্ড আউটপুট দেয়। এই টিভিটি ফুল এইচডি পিকচার কোয়ালিটি এবং ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশনের সাথে এসেছে। এই টিভিটি বর্তমানে ফ্লিপকার্টে ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.