ট্যাবলেট কিনবেন? মিস করবেন না এই ৫টি হট ডিল, বিরাট সস্তায় Samsung, OnePlus ট্যাব

শুরু হয়েছে অ্যামাজন মেগা ইলেকট্রনিক্স ডেজ। এই সেলে ট্যাবলেট প্রেমীদের জন্য রয়েছে বিশেষ অফার। বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় ট্যাবলেট ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনা যাবে। তাই আপনি যদি নতুন ট্যাবলেট নিতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। নীচে আমর সেলে অফার সহ বিক্রি হওয়া পাঁচটি সেরা ট্যাবলেট মডেল ও দাম সম্পর্কে আলোচনা করলাম।

Lenovo Tab Plus

অ্যামাজন মেগা ইলেকট্রনিক্স ডেজ সেলে এই ট্যাবলেটটি মাত্র ১৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে রয়েছে ৮টি JBL হাই-ফাই স্পিকার, যা দুর্দান্ত অডিও অভিজ্ঞতা দেয়। এতে ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ১১.৫ ইঞ্চি ডিসপ্লে, হেলিও জি৯৯ প্রসেসর এবং ৮৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus Pad Go

সেলে এই ট্যাবলেটটি মাত্র ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে আছে ডলবি অ্যাটমস সাপোর্টসহ কোয়াড স্পিকার, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং ১১.৩৫ ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে হেলিও জি৯৯ প্রসেসরের পাশাপাশি ৮০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy Tab A9+

এই ট্যাবলেটের দাম পড়বে ২০,৯৯৯ টাকা। এতে ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, স্ন্যাপড্রাগন প্রসেসর, ১১ ইঞ্চি ডিসপ্লে এবং ৭০৪০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

Honor Pad X9

মাত্র ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে অনারের এই ট্যাবলেট। এতে রয়েছে ছয়টি স্পিকার, ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৫ জিবি টার্বো র‌্যাম। সাথে ১২৮ জিবি স্টোরেজ, ১১.৫ ইঞ্চি ডিসপ্লে সহ ৭২৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Lenovo Tab P12

এই ট্যাবলেটটি সেলে ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ১২.৭ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ১০,২০০ এমএএইচ ব্যাটারি।