যারা কম বাজেট দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাডস খোঁজ করছেন তাদের জন্য Truke নিয়ে এল Buds Dyno ইয়ারবাডস। এটি কোম্পানির গেমিং সিরিজের নতুন ইয়ারবাডস। ১০০০ টাকার কমের এই ইয়ারবাডস HiFi সাউন্ড, স্টেবল কানেক্টিভিটি অফার করবে। এর চার্জিং কেসে রয়েছে ট্রান্সপারেন্ট কভার, ফলে ভিতরের সবকিছু দেখা যাবে। আসুন Truke Buds Dyno ইয়ারবাডসের দাম ও সম্পূর্ণ ফিচার জেনে নেওয়া যাক।
Truke Buds Dyno প্রথম সেলে মাত্র ৭৯৯ টাকায় কেনা যাবে, প্রথম দুই ঘণ্টা এই অফার পাওয়া যাবে। এরপর এর দাম হয়ে যাবে ৯৯৯ টাকা। ২১ এপ্রিল থেকে এটি Amazon, Flipkart ও Truke-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। কোম্পানি এর সাথে এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।
Truke Buds Dyno-এর প্রিমিয়াম লেদার ফিনিশ এবং স্লিম আকৃতির কেস একে আকর্ষণীয় করে তুলেছে। এটি রেভেন ব্ল্যাক, ওক ব্রাউন ও আর্কটিক ব্লু কালার অপশনে পাওয়া যাবে। এই ইয়ারবাডসে পাওয়া যাবে ১৩ এমএম টাইটেনিয়াম ড্রাইভার, যা ৩৬০ ডিগ্রি স্প্যাশিয়াল সাউন্ড অফার করে। এতে ব্লুটুথ ৫.৪ ভার্সন থাকায় কানেক্টিভিটি খুবই দ্রুত এবং নিরবিচ্ছিন্ন পাওয়া যাবে।
ব্যাটারি লাইফের কথা বললে, কোম্পানির দাবি Truke Buds Dyno চার্জিং কেসসহ ৭০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। আর এতে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। যারা গেম খেলেন, তাদের জন্য এই ইয়ারবাডসে ৪০ এমএস লেটেন্সি পাওয়া যাবে, যা গেমিং অভিজ্ঞতা অনেক উন্নত করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.