OnePlus আনল ধামাকা অফার, নতুন OnePlus 13s, Nord 5 কিনলে বিরাট লাভ

OnePlus আজ তাদের নতুন স্মার্টফোন ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় অফারের ঘোষণা করল। এই অফারে OnePlus 13s বা OnePlus Nord 5 ক্রেতারা তিন মাসের জন্য বিনামূল্যে পাবেন গুগল এআই প্রো সাবস্ক্রিপশন ও ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ। এই অফারে গুগলের জেমিনি অ্যাপের একাধিক নতুন ফিচার বিনামূল্যে ব্যবহার করা যাবে। যেখানে Gemini 2.5 Pro মডেল, ডিপ রিসার্চ ফিচার, এবং Veo 3 ফাস্ট দিয়ে ভিডিও তৈরির করার সুবিধা মিলবে।

শুধু তাই নয়, Veo 3 ফাস্টের মাধ্যমে কাস্টমাইজড এআই ফিল্মমেকিং টুল, জুলস রিসার্চ, পাঁচ গুণ বেশি অডিও ওভারভিউ, নোটবুকসহ আরও নানা টুল ব্যবহার করা যাবে।

বিক্রি বাড়াতে OnePlus এর অভিনব অফার

ওয়ানপ্লাসের তরফে বলা হয়েছে যে, নতুন এই অফার আদতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনে অভিজ্ঞতা আরও উন্নত করার এক কৌশলী পদক্ষেপ। কারণ প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলিও তাদের ফোনে নতুন নতুন এআই ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের মন জয় করতে চেষ্টা করছে। যদিও অনেকের অভিমত, এই অফার নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে আনা হয়েছে।

নতুন আপডেট এনেছে OnePlus

ওয়ানপ্লাস সম্প্রতি বিশ্বজুড়ে কমিউনিটি ইউজার টেস্টিং প্রোগ্রাম চালু করেছে। এই পোগ্রামে নির্বাচিত ব্যবহারকারীরা নতুন আপডেট আগেভাগে পরীক্ষা করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই OnePlus 13s ডিভাইসের জন্য OxygenOS 15.0.2.501 আপডেট রোল আউট করা হয়েছে। অন্যদিকে, OnePlus 11R ও 12R মডেলের জন্য নতুন আপডেট এসেছে।