শাওমি গতকাল তাদের নতুন ট্যাবলেট Xiaomi Pad 7 ভারতে লঞ্চ করেছে। এই ট্যাবে 11.2-ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7+ জেন 3 প্রসেসর এবং 8850mAh ব্যাটারি আছে। এর বেস ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা। তবে উত্তরসূরি আসার সাথে সাথেই দাম কমেছে এর আগের মডেলের। আজ্ঞে হ্যাঁ! Xiaomi Pad 6 এখন লঞ্চের সময়ের চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
লঞ্চের সময়, Xiaomi Pad 6 এর বেস 6 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 26,999 টাকা এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম ছিল 28,999 টাকা। তবে বর্তমানে, এর 6 জিবি র্যাম মডেলটি ফ্লিপকার্টে 23,599 টাকায় পাওয়া যাচ্ছে, যা লঞ্চের সময়ের চেয়ে 3,400 টাকা। এই দাম ট্যাবলেটটির গ্রাফাইট গ্রে কালার ভ্যারিয়েন্টের। এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে।
শাওমি প্যাড 6 ট্যাবটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিন সহ এসেছে। এতে আছে 11 ইঞ্চি (1800×2880 পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 550 নিট, পিক্সেল ডেনসিটি 309 পিপিআই, ডলবি ভিশন সাপোর্ট এবং 144 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট।
এই ট্যাবলেটে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 870 চিপসেট, 8 জিবি এলপিডিডিআর5 র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যাবে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 8840mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা 100 মিনিটের মধ্যে ট্যাবলেটটিকে পুরোপুরি চার্জ করে দেবে।
ভারতে শাওমি প্যাড 7 এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। এর টপ ভ্যারিয়েন্ট, ন্যানো টেক্সচার ডিসপ্লে এডিশনের দাম 32,999 টাকা।
এই ট্যাবলেটটি 13 জানুয়ারী থেকে অ্যামাজন, শাওমি ইন্ডিয়া ই-স্টোর এবং শাওমির অফলাইন খুচরা স্টোরের মাধ্যমে কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,000 ছাড় পেতে পারেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.