Xiaomi Pad 7 Sale: আপনি যদি নতুন ট্যাবলেট কিনতে চান তবে শাওমি প্যাড 7 বেছে নিতে পারেন। এটি কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে এবং আজ অর্থাৎ 13 জানুয়ারি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এই ট্যাবলেটে শক্তিশালী স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট ও 8850mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শাওমি প্যাড 7 ট্যাবে 11.2-ইঞ্চি 3.2K এলসিডি স্ক্রিন এবং অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিন আছে।
ভারতে শাওমি প্যাড 7 এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 27,999 টাকা এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। এর টপ-এন্ড ন্যানো টেক্সচার ডিসপ্লে এডিশনের দাম 32,999 টাকা। এটি গ্রাফাইট গ্রে, মিরেজ পার্পল এবং সেজ গ্রিন কলারে এসেছে।
ট্যাবলেটটি আজ 13 জানুয়ারি দুপুর 12 টা থেকে অ্যামাজন, শাওমি ইন্ডিয়া ই-স্টোর এবং শাওমির অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে।
শাওমি প্যাড 7 ট্যাবলেটে 11.2-ইঞ্চি 3.2K (3200×2136 পিক্সেল) এলসিডি স্ক্রিন আছে, যা 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পলিং রেট, 800 নিট ব্রাইটনেস সহ ডলবি ভিশন এবং এইচডিআর 10 সাপোর্ট করে। এই ডিসপ্লে টিইউভি রাইনল্যান্ড ট্রিপল আই প্রোটেকশন সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ এসেছে।
পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপ, 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 অনবোর্ড স্টোরেজ আছে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য, এই ট্যাবলেটে 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। এতে কোয়াড-মাইক সেটআপ এবং ডলবি অ্যাটমস সহ কোয়াড-স্পিকার সিস্টেম উপস্থিত।
এই ট্যাবে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 8850mAh ব্যাটারি আছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ওয়াই-ফাই 6 ই, ব্লুটুথ 5.4 এবং একটি ইউএসবি 3.2 টাইপ-সি জেন 1 পোর্ট অন্তর্ভুক্ত। এটি কীবোর্ড এবং স্টাইলাস পেন সাপোর্ট সহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.