ঘরকে বানান সিনেমা হল! ৬৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সহ লঞ্চ হল Xiaomi QLED TV X Pro সিরিজ

নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন? তাহলে সুখবর! সম্প্রতি ভারতে শাওমি লঞ্চ করেছে তাদের নতুন টিভি সিরিজ Xiaomi QLED TV X Pro। এই সিরিজের অধীনে ৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি মডেল তিনটি বাজারে এসেছে। প্রতিটি মডেলেই রয়েছে 4K QLED ডিসপ্লে, HDR10+ ও Dolby Vision-এর সাপোর্ট। চোখের সুরক্ষার জন্য প্রতিটি মডেলে পাওয়া যাবে আই কেয়ার মোড, যা দীর্ঘ সময় ধরে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখে চাপ পড়ে না।
Xiaomi QLED TV X Pro সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন
শাওমি কিউ এলইডি টিভি এক্স প্রো সিরিজে আছে শক্তিশালী এ৫৫ কোয়াড-কোর প্রসেসর এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স দেয়। গেমারদের জন্য রয়েছে ১২০ হার্টজ MEMC (গেম বুস্ট) প্রযুক্তি, যা স্মার্ট টিভিতে গেম খেলার অভিজ্ঞতাকে করে তোলে উপভোগ্য। এতে গুগল টিভি অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এর সাথে রয়েছে গুগল কাস্ট ও অ্যাপল এয়ার প্লে ২-এর সাপোর্ট।
শুধু ভিজ্যুয়াল নয়, সাউন্ডেও রয়েছে চমক। প্রতিটি টিভিতে রয়েছে ৩৪ ওয়াট সাউন্ড আউটপুট যুক্ত স্পিকার, যা Dolby Audio সাপোর্ট করে, ফলে ঘরেই মিলবে থিয়েটারের অভিজ্ঞতা। এছাড়া নতুনভাবে ডিজাইন করা রিমোট কন্ট্রোলে পাওয়া যাবে একাধিক ওটিটি শর্টকাট বাটন।
Xiaomi QLED TV X Pro সিরিজের দাম
৪৩ ইঞ্চি মডেল: ২৯,৯৯৯ টাকা
৫৫ ইঞ্চি মডেল: ৪২,৯৯৯ টাকা
৬৫ ইঞ্চি মডেল: ৬১,৯৯৯ টাকা
এই টিভিগুলো ১৬ এপ্রিল থেকে Mi.com, Xiaomi রিটেল স্টোর এবং Flipkart এর মাধ্যমে কেনা যাবে। HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।