Fix Water Damage Phone: ফোনে জল ঢুকলে বা বৃষ্টিতে ভিজলে ঠিক করার ৫টি কার্যকর উপায়

আপনার ফোন যদি আচমকা হাত থেকে পড়ে বা দুর্ঘটনায় জলে পড়ে যায়, অথবা বৃষ্টিতে ভিজে যায়, তাহলে সাবধানতা অবলম্বন করুন। নইলে ডিভাইসটি দ্রুত অকেজ হয়ে যাবে। তবে কয়েকটি সহজ উপায় মেনে চললে বাড়িতে বসেই আপনি জলে ডোবা স্মার্টফোন ঠিক করে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা জলে ভেজা ফোন ঠিক করার ৫টি কার্যকর উপায় সম্পর্কে আলোচনা করবো।

আপনার ফোন জলে ভিজে গেলে ৫টি উপায়ে ঠিক করুন

১. ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন

জল থেকে ফোন তোলার সাথে সাথে এটি বন্ধ করা উচিত। ডিভাইসে জল ঢোকার পরেও ব্যবহার করলে এর ভিতরে শর্ট সার্কিট হতে পারে। এই কারণে যত দ্রুত সম্ভব হ্যান্ডসেটটি বন্ধ করুন।

২. জল মুছুন এবং অ্যাক্সেসরিজ খুলে রাখুন

জলে ডোবা ফোনের বাইরের অংশ এবং স্ক্রীন পরিষ্কার করতে নরম কাপড় বা টিস্যু ব্যবহার করুন। এছাড়া ডিভাইসের মধ্যে থাকা সিম কার্ড, মেমোরি কার্ড খুলে রাখুন। এমনকি ব্যাক কভার, চার্জার, হেডফোন ইত্যাদি খুলে রাখা উচিত।

৩. হেয়ার ড্রায়ার বা হিট গানের ব্যবহার করবেন‌ না

অনেকেই জলে পড়া ফোন দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করেন, কিন্তু এতে ছোটছোট সার্কিট এবং ব্যাটারির ক্ষতি হতে পারে। বরং হ্যান্ডসেটটিকে বাতাসে বা ফ্যানের নীচে রেখে ধীরে ধীরে শুকানো নিরাপদ।

৪. চাল বা সিলিকা প্যাকেট ব্যবহার করুন

ফোনে জল ঢুকলে চালের মধ্যে রেখে দিতে পারেন বা সিলিকা প্যাকেট ব্যবহার করতে পারেন। এই ট্রিক আর্দ্রতা শোষণে সহায়ক। এভাবে ফোনকে ২৪–৩৬ ঘণ্টা রাখতে পারেন। কারণ এগুলি আর্দ্রতা শোষণে চালের চেয়ে দ্রুত।

৫. দ্রুত ফোন চালু করুন

বৃষ্টিতে ভেজা বা জল লাগা ফোন শুকানোর পরও অন্তত একটি দিন অপেক্ষা করুন। তারপর এটি অন করার চেষ্টা করুন। যদি ফোন চালু না হয়, কয়েক ঘণ্টা চার্জ দেওয়ার পর আবার চেষ্টা করতে পারেন। এরপরও ডিভাইস অন না হলে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভালো।