গাইড

ফোনের ব্যাটারি খারাপ করছে আপনার রোজকার অভ্যাস, এই কাজগুলি অবশ্যই এড়িয়ে চলুন

এমন জায়গায় থাকেন যেখানে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি, সেই সব জায়গায় ফোন ভিতর থেকে দ্রুত গরম হয়।

Published on:

5 tips for android ios smartphone good battery health

পূজা মন্ডল, কলকাতা: স্মার্টফোনের ব্যাটারি লিথিয়ন-আয়ন হোক বা সিলিকন-কার্বন, সময়ের সাথে তাদের সর্বোচ্চ কর্মক্ষমতা কমতে থাকে। তবে একজন ব্যবহারকারী এই ব্যাটারির আয়ু ধরে রাখার জন্য নিজে থাকা বাড়তি কৌশল প্রয়োগ করতে পারেন। স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার জন্য মেনে চলুন এই ৫ টিপস।

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

৮০% পর্যন্ত চার্জ

কেউ কেউ স্মার্টফোন ১০০% পর্যন্ত চার্জ না হলে আনপ্লাগ করেন না। কিন্তু এই অভ্যাস খুবই বাজে। প্রথম ৬০% চার্জের সময় ব্যাটারি ভোল্টেজ অনেক বেশি থাকে। তার পর ১০০% এ পৌঁছতে পৌঁছতে সেটি কমতে শুরু করে। প্রতিবার যদি ১০০% চার্জ করে তার পর আনপ্লাগ করার অভ্যাস থাকে তাহলে আজই সেটি বন্ধ করুন। তবে বাড়বে ব্যাটারির আয়ু।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ সরাবেন না

একটি অ্যাপ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে আবার খোলার অভ্যাস ত্যাগ করুন। যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে কোনও অ্যাপ সরিয়ে আবার খোলেন, তাহলে সিস্টেমটি অতিরিক্ত বিদ্যুৎ খরচ করবে। কারণ স্টোরেজ থেকে পুরো অ্যাপটি পুনরায় চালু করতে হবে। বেশিরভাগ সময়, সাম্প্রতিক অ্যাপ স্ক্রিন থেকে অ্যাপগুলি সাফ না করলে ব্যাটারির চার্জ সাশ্রয় হয় এবং এর উপর চাপ কমানো যায়।

ভারী কাজ বা গেম খেলার সময় চার্জ নয়

সাধারণত যেকোনও ইলেকট্রনিক যন্ত্রাংশের, বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে, তাপই হল আসল। যেহেতু চার্জিং প্রক্রিয়া ইতিমধ্যেই ফোনকে উষ্ণ করে তোলে, তাই আপনি যদি ভারী কাজ করেন, তাহলে আপনার ফোন দ্রুত গরম হবে এবং ব্যাটারি স্বাভাবিকের চেয়ে দ্রুত নষ্ট হতে পারে।

অ্যাক্টিভ অ্যাপ

এই অ্যাপগুলি সর্বদা পর্দার আড়ালে চলতে থাকে। এমনকী মেমরি থেকে মুছে ফেললেও। তাই অ্যান্ড্রয়েড ডিভাইসে, সেটিংস খুলে, তিন ডট বাটনে ট্যাপ করে ‘অ্যাক্টিভ অ্যাপস’ এ ক্লিক করে এগুলি দ্রুত দেখতে পাবেন। আপনি একটি ‘স্টপ’ বাটন পাবেন যা আপনাকে এই অ্যাপগুলি আবার চালু না হওয়া পর্যন্ত, বা আপনার ফোনটি পুনরায় চালু না করা পর্যন্ত দ্রুত বন্ধ করতে দেবে।

ফোন গরম হলে ব্যবহার কমান

এমন জায়গায় থাকেন যেখানে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি, সেই সব জায়গায় ফোন ভিতর থেকে গরম হয়ে যায়। তার উপর অত্যধিক ব্যবহারের কারণে ব্যাটারি আরও গরম হতে শুরু করে। এমতাবস্থায় ফোনের ব্যবহার এড়িয়ে চলুন।