দেশে আধার কার্ড এখন পরিচয় প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নাগরিকের ব্যক্তিগত তথ্য, ছবি এবং ডিজিটাল স্বাক্ষর থাকে সেখানে। এই ডিজিটাল স্বাক্ষর আপনার আধারের সত্যতা যাচাই করে। কিন্তু, যদি আপনার আধার কার্ড ডিজিটালি স্বাক্ষরিত না থাকে, তখন কী করবেন? চিন্তা নেই, আপনি সহজেই অনলাইনে এর বৈধতা পরীক্ষা করতে পারবেন। এই প্রতিবেদনে সেই পদ্ধতি আলোচনা করা হল।
২০২৫ সালে এসে আধার কার্ডে স্বাক্ষর ভেরিফিকেশন করা কেন জরুরি?
ডিজিটাল স্বাক্ষর আধার কার্ডের বৈধতা নিশ্চিত করার একটি মাধ্যম হিসেবে কাজ করে। আধার কার্ডে স্বাক্ষর যাচাই না করলে, আপনার আধার কোনও সরকারি বা বেসরকারি নথিতে গ্রহণ করা হবে না। তাছাড়া এই যাচাইকরণ প্রক্রিয়া নিশ্চিত করে যে, আপনার ই-আধারটি আসল এবং UIDAI দ্বারা জারি করা।
অনলাইনে আধার কার্ডে স্বাক্ষর ভেরিফিকেশন করার পদ্ধতি?
প্রথমে, আপনার ই-আধার ডাউনলোড করুন।
তারপর UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
সেখানে “ডাউনলোড আধার” অপশনে ক্লিক করুন।
আপনার আধার নম্বর লিখুন এবং ক্যাপচা পূরণ করুন।
এবার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাবেন, সেটি লিখুন।
যাচাই হয়ে গেলে, আপনার ই-আধার PDF ফর্ম্যাটে ডাউনলোড হবে।
এবার Adobe Reader-এ PDF খুলুন
ডাউনলোড করা ই-আধার অ্যাক্সেস করতে Adobe Reader বা যেকোনও PDF রিডার ব্যবহার করুন।
যদি আপনার Adobe Reader না থাকে, তাহলে আপনি Adobe-এর অফিসিয়াল সাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন।
মনে রাখতে হবে, পিডিএফ খুলতে আপনার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এটি আপনার নামের প্রথম চারটি অক্ষর (বড় হাতের অক্ষরে) এবং তারপরে আপনার জন্ম সাল দিয়ে তৈরি পাসওয়ার্ড।
তারপর আধার পিডিএফ খোলা হয়ে গেলে, স্বাক্ষর বৈশিষ্ট্য বা বৈধতা অজানা লেখা একটি অপশন খুঁজুন।
এটিতে ডান-ক্লিক করুন এবং “স্বাক্ষর বৈশিষ্ট্য দেখান” সিলেক্ট করুন।
সার্টিফিকেট নিশ্চিত করার জন্য নতুন উইন্ডোতে, “সার্টিফিকেট দেখান” অপশনে ক্লিক করুন।
নিশ্চিত করুন যে সার্টিফিকেটটি “NIC Sub-CA, National Informatics Centre” দ্বারা জারি করা হয়েছে।
সার্টিফিকেটটি যাচাই করা হলে, আপনার আধার কার্ডের ডিজিটাল স্বাক্ষর যাচাই করা হবে।
আরও পড়ুনঃ মোবাইলে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন কীভাবে? এই অনলাইন পদ্ধতি জানে না অনেকেই
সোমবার চীনে লঞ্চ হল OnePlus 15 স্মার্টফোন। হ্যান্ডসেটটি গত বছরের OnePlus 13 এর উত্তরসূরি হিসেবে…
সোমবার চীনে লঞ্চ হল OnePlus Ace 6 স্মার্টফোন। এটি OnePlus Ace 5 এর উত্তরসূরী হিসেবে…
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
This website uses cookies.