কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা, যা সাধারণত EPFO নামে পরিচিত ভারতে। এদিন, সংস্থার তরফে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই কাজ করার শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৫। এটি বাড়ানো হয়েছে, যাতে কর্মসংস্থান লিঙ্কড ইনসেনটিভ (ELI) প্রকল্প গ্রহণকারী কর্মীরা সময়মতো এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
এর আগে তারিখটি ছিল ১৫ ফেব্রুয়ারি, ২০২৫। কিন্তু, EPFO সম্প্রতি বেশ কয়েকবার তারিখ বাড়িয়েছে। যার পিছনে অন্যতম কারণ, সেই সমস্ত কর্মচারীদের জন্য যারা এখনও আধার-UAN লিঙ্কিং প্রক্রিয়া সম্পন্ন করেননি।
EPFO-এর অধীন, ELI প্রকল্পের আওতায় সুবিধা পেতে, কর্মীদের তাদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) সক্রিয় করতে হবে। এর জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে। এই প্রক্রিয়াটি এই কারণে জরুরি যাতে মসৃণ লেনদেন এবং প্রণোদনার সঠিক বন্টন নিশ্চিত করা যায়। তথ্য সঠিক রাখা এবং আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
EPFO সদস্য পোর্টালে লগ ইন করুন।
‘Activate UAN’ বিকল্পটি সিলেক্ট করুন।
আপনার UAN, নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখুন।
ক্যাপচা কোড পূরণ করুন।
‘Get OTP’-তে ক্লিক করুন।
মোবাইল নম্বরে OTP এলে, তা লিখুন।
OTP নিশ্চিত করুন এবং UAN সক্রিয় করুন।
* KYC ও UAN-এর সাথে লিঙ্ক করার প্রক্রিয়া
EPF সদস্য পোর্টালে লগ ইন করুন।
‘হোম পেজ’ থেকে “KYC” বিকল্পটি সিলেক্ট করুন।
আপনি যে বিবরণগুলি যোগ করতে চান তা সিলেক্ট করুন (যেমন – প্যান, ব্যাংক অ্যাকাউন্ট, আধার, ইত্যাদি)।
প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং “সংরক্ষণ করুন” এ ক্লিক করুন।
আপনার অনুরোধ “Pending KYC Approval” এর অধীনে প্রদর্শিত হবে।
নিয়োগকর্তার অনুমোদনের পরে, অপশনটি “Digitally Approved by Employer” এ পরিবর্তিত হবে।
তারপর UIDAI যাচাইয়ের পর সেটি “Verified by UIDAI” প্রদর্শিত হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.