সম্প্রতি PAN 2.0 প্রকল্প চালু করেছে আয়কর বিভাগ। প্যান সংক্রান্ত সমস্ত পরিষেবা আরও সংগঠিত ও ডিজিটাইজড করতে এই পরিষেবা আনা হয়েছে। বর্তমানে আধারের মতো আর্থিক পরিষেবার জন্য প্যান কার্ড বাধ্যতামূলক। আয়কর দফতর দ্বারা জারি করা হয় নথিটি। এটি ছাড়া আপনি কোনও ব্যাঙ্কিং কাজ করতে পারবেন না এবং আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।
বর্তমানে যে কেউ প্যান 2.0 এর জন্য আবেদন করতে পারেন। তবে চিন্তা করার বিষয় নেই, আগের প্যান কার্ডও সক্রিয় থাকবে। সরকারের লক্ষ্য, ধীরে ধীরে ব্যবহারকারীদের প্যান 2.0 প্রকল্পে স্থানান্তরিত করা। আপনি যদি এই প্যানের জন্য আবেদন করেও না পেয়ে থাকেন, সেক্ষেত্রে স্টেটাস চেক করবেন কীভাবে?
PAN 2.0 কার্ডের স্টেটাস
এর জন্য NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইট https://tin.tin.nsdl.com/pantan/StatusTrack এ ভিজিট করুন। তারপর আবেদনের ধরণ হিসেবে ‘প্যান- নতুন/পরিবর্তন অনুরোধ’ সিলেক্ট করুন। এবার প্যান কার্ডের জন্য আবেদন করার সময় আপনি যে স্বীকৃতি নম্বরটি পেয়েছেন তা লিখুন। এরপর, ক্যাপচা কোডটি পূরণ করুন।
প্যান কার্ডের বর্তমান স্টেটাস আপনার স্ক্রিনে পপ আপ হবে। সাধারণত, নতুন প্যান কার্ডটি পৌঁছাতে প্রায় 15 থেকে 20 দিন সময় লাগে।
PAN 2.0 কীভাবে আবেদন করবেন?
NSDL e-PAN পোর্টাল এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
আপনার PAN, আধার নম্বর (ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক) এবং জন্ম তারিখ প্রদান করুন।
প্রদর্শিত তথ্য যাচাই করুন এবং নিশ্চিত করুন।
এবার ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) দিতে হবে, যা আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে আসবে।
শর্তাবলী গ্রহণ করুন, আপনার অর্থপ্রদানের পদ্ধতি নির্বাচন করুন এবং নিশ্চিত করুন (যদি প্রযোজ্য হয়)।