আধার কার্ড ভারতীয়দের কাছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি সরকারি ডকুমেন্ট। এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যায়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI দ্বারা জারি করা এই ডকুমেন্ট ব্যাঙ্কিং থেকে শুরু করে সরকারি বিভিন্ন কাজকর্মে প্রয়োজন হয়। এই কারণে প্রতারকরা আধার কার্ডের অপব্যবহার করে জালিয়াতি করছে। অন্যের আধার কার্ড ব্যবহার করে প্রতারকরা নিজের কাজ হাসিল করছে। আসুন আপনার আধার কার্ড কেউ কোথাও ব্যবহার করছে কিনা জেনে নেওয়া যাক।
আধার কার্ড কোথায় ব্যবহার করা হয়েছে তা কীভাবে বুঝবেন?
- আধার কার্ডের হিস্ট্রি জানতে হলে uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- এই সাইটে আপনাকে অবশ্যই আপনার ১২-সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
- এরপর ক্যাপচা কোড এন্টার করতে হবে।
- এর পরে একটি ওটিপি পাবেন, সেটি লিখুন।
- এবার লগইন করে অথেনটিকেশন হিস্ট্রি সেকশনে যান।
- এখান থেকে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ড কোথায় ব্যবহার করা হয়েছে।
- আপনি যদি এখানে কোনো অবৈধ কার্যকলাপ দেখতে পান, অর্থাৎ যা আপনি নিজে করেননি, তাহলে অবিলম্বে রিপোর্ট করুন।
আধার অপব্যবহার হলে রিপোর্ট করবেন কীভাবে
যদি আপনার আধার কার্ডের অপব্যবহার হয়ে থাকে তবে UIDAI এর হেল্পলাইন নম্বর ১৯৪৭ এ কল করে অভিযোগ করতে পারেন। এছাড়াও, [email protected] ইমেল করতে পারেন। এটি আপনাকে আধারের অপব্যবহার রুখতে সহায়তা করবে।