WiFi Speed Fast: ধীর গতির ইন্টারনেট মাঝে মাঝে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়। জরুরি কাজে নেট বাফারিংয়ের সমস্যা ধৈর্য্যর বাধ ভেঙে দেয়। আপনিও যদি এমন দুর্বল কানেকশনের শিকার হয়ে থাকেন তাহলে সময় এসেছে ভালো করে রাউটার যাচাই করার। শুধু দ্রুত গতির ব্রডব্যান্ড প্ল্যান নিলে হবে না, এই ৯ উপায়ে দুর্বল ওয়াইফাই কানেকশন ঠিক করতে পারেন।
স্পিড টেস্ট
দুর্বল কানেকশন থাকলে দ্রুত স্পিড টেস্ট করুন। ISP মেইনটেনেন্সের কারণে গতি কমতে পারে। সেক্ষেত্রে সব ডিভাইস ডিসকানেক্ট করে, একটি ডিভাইস কানেক্ট করুন।
সঠিক জায়গায় রাউটার রাখুন
রাউটারের স্থান পরিবর্তনও ইন্টারনেটের গতি বাড়াতে পারে। যদি দেখেন রাউটার থেকে দূরে ডিভাইস ব্যবহার করলে কম গতি আসছে, তাহলে সেটি সেইভাবে স্থান পরিবর্তন করুন। চেষ্টা করুন ঘরের মাঝামাঝি স্থানে রাউটার রাখার।
ইলেকট্রিক হস্তক্ষেপ
ঘরে থাকা অন্যান্য ইলেকট্রিক ডিভাইস ওয়াইফাইয়ের গতিকে বাধা দিতে পারে। বিশেষ করে ফ্রিজ এবং মাইক্রোওয়েভ। সেগুলি যদি আপনার ডিভাইস এবং রাউটারের মাঝামাঝি জায়গায় অবস্থান করে তাহলে সেগুলির স্থান পরিবর্তন করুন।
৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন
যে সংস্থার থেকে কানেকশন নিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে ৫ গিগাহার্টজ ব্যান্ড চালু করার চেষ্টা করুন। বেশিরভাগ পুরনো ওয়াইফাই ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে আটকে থাকে। ফলে গতি কম পাওয়া যায়।
চ্যানেল সেটিংস
বিভিন্ন গিগাহার্টজ ব্যান্ড নির্দিষ্ট সংখ্যক চ্যানেল অবধি অপারেট করতে পারে। আপনার রাউটার যদি ওয়াইফাই 6E হয় তাহলে এটি ৬ গিগাহার্টজ ব্যান্ড এবং ২০০ চ্যানেল অবধি অপারেট করতে পারে। ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপের মাধ্যমে আপনার রাউটার কোন চ্যানেল ব্যবহার করছে তা যাচাই করতে পারেন।
স্ট্যান্ডলোন রাউটার
বেশি লোডের জন্য স্ট্যান্ডলোন রাউটার উপযুক্ত। আপনি যদি একসঙ্গে অনেকগুলো ডিভাইস ব্যবহার করেন তাহলে স্ট্যান্ডার্ড রাউটারের তুলনায় এই রাউটার নেওয়া উচিত।
রেঞ্জ এক্সটেন্ডার
বড় বাড়ি, ডিভাইস সংখ্যা বেশি হলে স্বাভাবিক ভাবেই ভালো পরিষেবা পাওয়ার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। ভালো রেঞ্জ পাওয়ার জন্য দ্বিতীয় রাউটার বা রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন।
Qos সেটিংস
ভিডিয়ো স্ট্রিমিং বা গেমিংয়ের সময় যদি নেটের সমস্যা হয় তাহলে কোয়ালিটি অফ সার্ভিস বা Qos সেটিংস চেক করুন।
ইন্টারনেট প্ল্যান আপগ্রেড
সবকিছু করেও যদি নেটের গতি না বাড়ে, তাহলে ইন্টারনেট প্ল্যান পরিবর্তন করুন। বেশি সুবিধা ও উচ্চ গতি রয়েছে এমন সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারেন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.