গাইড

আধার কার্ডের নম্বর ভুলে গেছেন? মাত্র ১ মিনিটে খুঁজে বের করুন, রইল পদ্ধতি

Published on:

Forgot Aadhaar card number Find out in just 1 minutes know how

আধার কার্ড নম্বর ভুলে গেছেন? তাহলে সহজেই ১ মিনিটে খুঁজে বের করতে পারবেন। এমন হতে পারে অনেকবার মনে রাখার চেষ্টা করেও, কিন্তু মনে রাখতে পারছেন না, কোনও অনলাইন পরিষেবার মাধ্যমে নম্বরটি খুঁজে বের করার চেষ্টা করেছেন, কারও কাছ থেকে আধার নম্বর খুঁজে পাচ্ছেন না, তাহলে আজ একটি সহজ পদ্ধতি জেনে রাখুন। আপনি ১ মিনিটের মধ্যে আপনার আধার কার্ড নম্বরটি ফিরে পাবেন।

আধার নম্বর ভুলে গেলে কীভাবে খুঁজে পাবেন

এর জন্য আপনাকে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য গুগলে গিয়ে সার্চ করুন UIDAI.com। তারপর যে পেজটি খুলবে সেখানে My Aadhaar সেকশনে ক্লিক করতে হবে। এবার My Aadhaar ট্যাবের অধিনে Retrieve Lost or Forgotten EID/UID অপশনে ট্যাপ করুন। সেখানে আপনার পুরো নাম, মোবাইল নম্বর বা ইমেল ঠিকানা এবং ক্যাপচা লিখুন।

WhatsApp Community Join Now

আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP আসবে, তা লিখুন। তারপর আপনার আধার নম্বর বা EID আপনার নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেল ঠিকানায় পাঠানো হবে। এছাড়াও, আপনি চাইলে ১৯৪৭ নম্বরে UIDAI হেল্পলাইনে কল করতেও সেটি জানতে পারেন। উক্ত দুই উপায় ছাড়া, m-aadhaar অ্যাপের মাধ্যমেও আধার কার্ড সংক্রান্ত যাবতীয় পরিষেবা পেয়ে যাবেন।

এটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যান, সেখানে গিয়ে লিখুন m-aadhaar। অ্যাপটি ইন্সটল করে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। আধার সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য এই অ্যাপে একাধিক বিকল্প পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন