দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল জগতে, আমরা সবাই হাই স্পিড ইন্টারনেট খোঁজ করি। এরজন্য আমরা হাজার টাকা খরচ করে সেরা রিচার্জ প্ল্যান বেছে নিই। কিন্তু শুধু রিচার্জ প্ল্যান নয় ইন্টারনেটের স্পিড রাউটারের উপরেও নির্ভর করে। সঠিক রাউটার সেটিংসের মাধ্যমে আপনি ইন্টারনেটের গতি উন্নত করতে পারেন। এই প্রতিবেদনে আমরা রাউটারের সেটিংস কীভাবে অপ্টিমাইজ করলে দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবো।
রাউটার সেটিংস অপ্টিমাইজ করে ইন্টারনেট স্পিড বাড়ানোর টিপস
রাউটার রাখুন সঠিক জায়গায় – রাউটার ঘরের মাঝখানে এবং এমন উচ্চতায় রাখুন যাতে সিগন্যাল সব জায়গায় ভালোভাবে পৌঁছে যায়। দেওয়াল এবং মেটাল সিগন্যাল অবরুদ্ধ করতে পারে।
সঠিক চ্যানেল এবং ফ্রিকোয়েন্সি চয়ন করুন – 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ব্যান্ড উভয়ই ব্যবহার করুন। 2.4 গিগাহার্টজ দীর্ঘ দূরত্বের জন্য ভাল, আর 5 গিগাহার্টজ দ্রুত গতির জন্য আদর্শ।
ফার্মওয়্যার আপডেট করুন – সময়ে সময়ে রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন। এরফলে এতে যেমন নতুন ফিচার যোগ হবে তার সঙ্গে এটি সুরক্ষিত থাকবে।
গেস্ট নেটওয়ার্ক ব্যবহার করুন– অতিরিক্ত ডিভাইসগুলিকে আসল নেটওয়ার্ক থেকে পৃথক রাখতে গেস্ট নেটওয়ার্ক সেট আপ করুন। এতে মূল নেটওয়ার্কের ওপর লোড কমবে।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন – রাউটারের ওয়াই-ফাই নেটওয়ার্ককে শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করুন, যাতে অপ্রয়োজনীয় ডিভাইসগুলি কানেক্ট না হতে পারে।
এই টিপসগুলি অনুসরণ করলে আপনি সহজেই রাউটার সেটিংস অপ্টিমাইজ করতে পারবেন এবং ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন।