Instagram Video বা বলা ভালো Instagram Reels এখন ব্যাপক জনপ্রিয়। লক্ষ লক্ষ ক্রিয়েটরের পাশাপাশি কোটি কোটি মানুষ এই রিলস ভিডিও দেখে। আর অনেকসময় কিছু রিলস ভিডিও এতটাই তথ্যবহুল বা হৃদয় ছুঁয়ে যায় যে আমরা সেগুলি ডাউনলোড করে রাখতে চাই। ইনস্টাগ্রাম অ্যাপেই ভিডিও সেভ রাখার অপশন আছে। কিন্তু ডিভাইসে ডাউনলোড করে রাখার জন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। যদিও ইন্টারনেটে অনেক অ্যাপ বা ওয়েবসাইট Instagram Video Download করার সুবিধা দেওয়ার কথা বললেও আদতে ঠিকঠাক কাজ করে না। তাই এই প্রতিবেদনে আমরা বলবো কীভাবে সহজে ইনস্টাগ্রাম রিলস ভিডিও ডাউনলোড করবেন।
Instagram Video Download: ইনস্টাগ্রাম রিলস ভিডিও কীভাবে ডাউনলোড করবেন
বাজারে বিভিন্ন ভিডিও ডাউনলোডার থাকলেও আমরা বলবো Ingrammer এর কথা। এটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইফোন, উইন্ডোজ পিসি / ল্যাপটপ এবং ম্যাক সহ আপনার পছন্দের ডিভাইসে ইনস্টাগ্রাম রিলস ভিডিও অনলাইনে ডাউনলোড করতে সাহায্য করবে। ইনগ্রামার ব্যবহার করে গ্যালারিতে ইনস্টাগ্রাম রিলস ভিডিও কীভাবে ডাউনলোড করবেন দেখুন:
ইনস্টাগ্রাম রিলস ভিডিও ডাউনলোড করতে ইনস্টাগ্রাম রিলস পেজে যান, ‘থ্রি-ডট আইকন’-এ ট্যাপ করুন এবং ‘কপি লিঙ্ক’ বেছে নিন।
এছাড়া আপনি চাইলে কোনো ব্যবহারকারীর প্রোফাইলে যেতে পারেন – > নতুন রিলস ট্যাব দেখতে পাবেন, যা আইজিটিভি ট্যাবের পাশে আছে – > আপনি যে রিলস ভিডিওটি ডাউনলোড করতে চান তা বেছে নিন – > এবার ভিডিও ওপেন করে তিন-ডট আইকনে ক্লিক করে লিঙ্ক কপি করুন।
এবার আপনার ব্রাউজারটি খুলুন এবং Ingrammer.com টাইপ করুন। এখানে ‘টুলস’ থেকে এবং ‘ইনস্টাগ্রাম ডাউনলোডার’ বেছে নিন।
বক্সে ইনস্টাগ্রাম রিলস লিঙ্কটি পেস্ট করুন এবং ‘সার্চ’ বাটনে ক্লিক করুন।
এখানে রেজাল্ট দেখতে কিছুটা নীচে স্ক্রোল করুন।
শেষমেষ আপনার ডিভাইসে রিলস ভিডিও সেভ করতে ভিডিওর নীচে ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করুন।