গত বছর এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (ভিআই) এবং জিও’র মতো প্রধান টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায়, অনেকেই সস্তা বিকল্প খুঁজতে শুরু করেছেন। দেশজুড়ে পরিষেবা দেয় এমন একমাত্র বিকল্প রয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL। এই সংস্থা এখনও কোনও ট্যারিফ বৃদ্ধির ঘোষণা করেনি, যার ফলে বহু গ্রাহক বেসরকারি টেলকো ত্যাগ করে বিএসএনএলে সুইচ করছেন।
আপনিও যদি আপনার সিমটি BSNL-এ পোর্ট করার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার জন্য সহজ উপায় রইল এই প্রতিবেদনে।
৩ জুলাই, ২০২৪ থেকে, শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (Vi) এবং রিলায়েন্স জিও প্রিপেইড এবং পোস্টপেইড রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ১০ শতাংশ থেকে ২৭ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি পেয়েছে। তিন সংস্থার এই পদক্ষেপ গ্রাহকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফলস্বরূপ, অনেকেই সস্তা মোবাইল পরিষেবার জন্য বিকল্প রাস্তা খুঁজতে শুরু করেছেন।
পোর্টিং শুরু করার আগে, আপনার বর্তমান টেলিকম সংস্থা (এয়ারটেল, জিও, অথবা ভিআই) এর সমস্ত বকেয়া বিল পরিশোধ করা হয়েছে কিনা নিশ্চিত করুন। যদি কোনো বকেয়া থাকে, তাহলে আপনার পোর্টিং অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে।
তারপর পোর্টিং শুরু করার জন্য, আপনার একটি ইউনিক পোর্টিং কোড (UPC) প্রয়োজন।
এর জন্য মেসেজ বক্স খুলুন এবং টাইপ করুন: PORT [আপনার মোবাইল নম্বর]। তারপর এই মেসেজটি এই ১৯০০ নম্বরে পাঠিয়ে দিইন।
আপনি SMS এর মাধ্যমে একটি UPC কোড পাবেন, যা ১৫ দিনের জন্য বৈধ থাকবে। তবে জম্মু ও কাশ্মীর, আসাম এবং উত্তর-পূর্ব অঞ্চলে, মেয়াদ ৩০ দিন।
পোর্ট সম্পন্ন করার জন্য UPC কোডটি-সহ, নিকটতম BSNL পরিষেবা কেন্দ্রে অথবা অনুমোদিত রিটেল স্টোরে যোগাযোগ করুন।
সেখানে, একটি গ্রাহক আবেদনপত্র পূরণ করতে হবে। যেখানে একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড, অথবা পাসপোর্ট) এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
এবার আপনার UPC কোড জমা দিয়ে পোর্টিং অনুরোধটি সম্পূর্ণ করুন। এর জন্য দিতে হবে প্রয়োজনীয় পোর্টিং ফি (যদি প্রযোজ্য হয়)। তারপর আপনার নতুন BSNL সিম কার্ড গ্রহণ করুন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.