গাইড

দ্রুত গরম হয়ে যাচ্ছে ল্যাপটপ? ওভারহিটিং থেকে বাঁচতে এই কাজগুলি অবশ্যই করুন

Published on:

Laptop overheating Problem in summer follow the tips to reduce heat

গরম এলে ল্যাপটপের মতো ইলেক্ট্রনিক ডিভাইসগুলিতে বড় প্রভাব পড়ে। বিশেষ করে মে ও জুন মাস নাগাদ যখন গ্রীষ্মের দাবদাহ চরমে থাকে তখন ল্যাপটপ ওভারহিটিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ডিভাইসগুলিতে আগুন ধরে যাওয়ার মতো ঝুঁকিও তৈরি হতে পারে। এমনকী অতিরিক্ত তাপের কারণে ল্যাপটপ এবং স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার খবরও শোনা গিয়েছে অতীতে।

গ্রীষ্মে ল্যাপটপ ঠান্ডা রাখার কার্যকরী টিপস –

১. যদি আপনার বাড়িতে এয়ার কন্ডিশনিং থাকে, তাহলে ল্যাপটপে কাজ করার সময় তা ব্যবহার করুন। ঠান্ডা পরিবেশ অতিরিক্ত গরম হওয়া রোধ করতে সাহায্য করবে এসি।

২. এয়ার কন্ডিশনিং যদি না থাকে এবং দীর্ঘ সময় ধরে ল্যাপটপে কাজ করার প্রয়োজন হয়, তাহলে একটি এয়ার কুলিং প্যাড কিনে ফেলুন। এই প্যাডগুলি অনলাইনে বা স্থানীয় দোকানে সহজেই পাওয়া যায়।

৩. বছরের পর বছর ধরে, ল্যাপটপের ভিতরে ময়লা এবং ধুলো জমা হতে পারে। যা অতিরিক্ত গরম হওয়ার সমস্যা তৈরি করে। গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে ল্যাপটপটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করাই বুদ্ধিমানের কাজ।

৪. অনেকেই বিছানা বা কোলের মতো নরম জায়গায় ল্যাপটপ ব্যবহার করেন বা এই অভ্যাস রয়েছে। এই প্রবণতা বাতাসের প্রবেশপথ ও তাপ আটকে রাখে। গরমের সময় এই অভ্যাস ক্ষতিকারক হতে পারে। সঠিক বায়ুচলাচলের জন্য টেবিলের মতো শক্ত পৃষ্ঠে ল্যাপটপ ব্যবহার করা উচিত।

৫. ল্যাপটপকে আরও ঠান্ডা রাখতে, ব্যাকগ্রাউন্ডে যে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি চলে সেগুলি বন্ধ করুন। স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে আনুন, যা তাপ উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করতে পারে। যদি ইন্টারনেট সংযোগের প্রয়োজন না হয়, তাহলে আপনার ডেটা বন্ধ করার কথাও বিবেচনা করতে পারেন।

৬. যদি আপনি এমন চার্জার ব্যবহার করেন, যা আপনার ল্যাপটপের জন্য ডিজাইন করা হয়নি, তাহলে এটি তাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং দ্রুত ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। তাই ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন চার্জার ব্যবহার এড়িয়ে চলুন।