বার্সেলোনায় অনুষ্ঠিত ২০২৫ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, যা বিশ্বের সবথেকে বড় টেক ইভেন্ট হিসাবে পরিচিত, সেখানে দুনিয়ার প্রথম সোলার চালিত ল্যাপটপ প্রকাশ করল লেনোভো। পার্সোনাল কম্পিউটিংয়ে এই ডিভাইস এক নতুন মানদন্ড স্থাপন করবে বলে দাবি কোম্পানির। এই পার্সোনাল কম্পিউটারে রয়েছে একগুচ্ছ এআই ফিচার। তবে সবথেকে বড় আকর্ষণ, এটির সৌরশক্তি চালিত প্রযুক্তি।
Lenovo Yoga Solar Personal Computer : বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত এআই ল্যাপটপ
ল্যাপটপের দুনিয়ায় ক্রমাগত উন্নতি করে চলেছে লেনোভো, যার প্রমাণ আগের উদ্ভাবনগুলি যেমন – Yoga Pro 9i Aura এডিশন এবং IdeaPad Slim 3x। এবার Yoga Solar PC কনসেপ্ট প্রকাশ করে কার্যত তাক লাগাল কোম্পানিটি। লেনোভোর মতে, এআই উদ্ভাবনের মাধ্যমে অগ্রগতি এবং সৃজনশীলতার কোনও সীমাবদ্ধতা থাকে না।
Lenovo Yoga Solar ল্যাপটপ : ফিচার
লেনোভো যোগা সোলার পিসি কনসেপ্ট একটি উচ্চ-দক্ষতাসম্পন্ন সৌর প্যানেলকে তুলে ধরে। এতে বিশেষ ‘ব্যাক কন্টাক্ট সেল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মাউন্টিং ব্র্যাকেট এবং গ্রিডলাইনগুলি সেলগুলিকে ল্যাপটপে স্থানান্তরিত করে, যার মাধ্যমে সৌরশক্তি শোষণ করা সম্ভব। কোম্পানির দাবি, মাত্র ২০ মিনিট সরাসরি সূর্যলোক থেকে আসা তাপের মাধ্যমে ১ ঘণ্টা পর্যন্ত ভিডিয়ো দেখা যাবে।
প্রসঙ্গত, এটির আগের মডেল অর্থাৎ Yoga Pro 9i Aura এডিশন হল ১৬ ইঞ্চির একটি ল্যাপটপ, যেখানে রয়েছে একটি Intel Core Ultra প্রসেসর এবং একটি RTX 5070 GPU। এর PureSight Pro ট্যান্ডেম OLED ডিসপ্লে নির্ভুল রঙের অভিজ্ঞতা প্রদান করে। ব্যবহারকারীর চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, এমন এআই বৈশিষ্ট্য যোগ করা হয়েছে ল্যাপটপে।