সুমন পাত্র, কলকাতা: বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা এত উন্নত হয়ে গেছে যে এখন ছবি তোলার জন্য ব্যয়বহুল ক্যামেরা এবং অ্যাক্সেসরিজ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ফোনেই এমন ফিচার পাওয়া যায়, যার সাহায্যে আমরা ভাল ছবি তুলতে পারি। তবে এরজন্য অবশ্যই ফিচারগুলি সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। এই প্রতিবেদনে আমরা স্মার্টফোনের ক্যামেরা আরও ভালো করার কিছু টিপস শেয়ার করবো, যার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফি হবে ফাটাফাটি।
স্মার্টফোনের ক্যামেরা দিয়ে সেরা মোবাইল ফটোগ্রাফি টিপস
বিল্ট-ইন ফিচার
আজকাল বেশিরভাগ স্মার্টফোন নাইট, পোর্ট্রেট, নাইট এবং এইচডিআর-এর মতো ক্যামেরা ফিচারের সাথে আসে। এগুলি ছবির তোলা সময় অবশ্যই ব্যবহার করুন। এর ফলে আপনি দিন ও রাতে ভালো ছবি তুলতে পারবেন।
লাইটিং
আলো ফটোগ্রাফির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক আলোতে ভালো ছবি আসে। সবসময় সূর্য উঠার পরে এবং ডোবার আগে ছবি তোলা উচিত। এতে ছবিতে ভালো কালার টোন দেখা যাবে। অবজেক্টও পরিষ্কার ক্যাপচার হবে। এতে আপনাকে অতিরিক্ত অ্যাক্সেসরিজ এবং ফিচার ব্যবহারের প্রয়োজন পড়বে না।
ইউনিক অ্যাঙ্গেল
বিশেষ কোণ থেকে তোলা ছবি খুব ভালো আসে। যখনই ছবি তুলবেন, বিভিন্ন কোণ থেকে শুট করুন। এটি ছবির উপর চমৎকার এফেক্ট ফেলবে, যার ফলে ছবি আকর্ষণীয় হয়ে উঠবে।
ক্যামেরা সেটিং
ফোনের ক্যামেরায় পাওয়া ISO, ফোকাস এবং এক্সপোজার পরিবর্তন করে ছবি তুলুন। এর ফলে ছবিতে ডিটেইল এবং কালার স্পষ্ট দেখা যাবে।
লেন্স পরিষ্কার করুন
পরিষ্কার ছবির জন্য স্মার্টফোনের লেন্স পরিষ্কার থাকা খুব জরুরি। তাই সময়ে সময়ে ফোনের ক্যামেরা মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন। এতে লেন্সের উপরে জমা ধুলো এবং ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং ইমেজ ঝাপসা হবে না।