গাইড

বাড়ি বসে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক, এই অনলাইন অ্যাপে পদ্ধতি আরও সহজ

Published on:

Ration card Aadhaar link online through this app

রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য বড় আপডেট। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, ই-কেওয়াইসি না করলে রেশন কার্ড সাময়িকভাবে ব্লক হতে পারে। খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক জেলা নিয়ন্ত্রক রাজীব শর্মা ঘোষণা করেছেন, ই-কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে রেশন কার্ডগুলিকে আধার কার্ডের সাথে সংযুক্ত করা হচ্ছে। যাতে সমস্ত যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা যায় এবং সরকারি প্রকল্পগুলি তাদের কাছে পৌঁছনো যায়।

রাজীব শর্মা, সকল রেশন কার্ডধারীদের যত তাড়াতাড়ি সম্ভব তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়ি বসে অনলাইনে তা সেরে নিতে পারেন। এর জন্য গুগল প্লে স্টোর থেকে ‘ই-কেওয়াইসি পিডিএস এইচপি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে রেশন কার্ড এবং আধার নম্বর দিতে হবে। তার পর মুখ শনাক্তকরণ বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে তাদের পরিচয় যাচাই করে, সহজেই ঘরে বসে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

WhatsApp Community Join Now

এছাড়াও, তারা বায়োমেট্রিক যাচাইকরণ ব্যবহার করে ই-কেওয়াইসি সম্পন্ন করতে, তাদের নিকটতম ন্যায্য মূল্যের দোকান বা লোকমিত্র কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। সহায়তার জন্য, বিভাগীয় টোল-ফ্রি নম্বর ১৯৬৭-এ যোগাযোগ করতে পারেন, অথবা ০১৯৭৫-২২৬০১৬ নম্বরে জেলা নিয়ন্ত্রক অফিসে কল করতে পারেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক ইন্সপেক্টরদের সাথে যোগাযোগ করতে পারেন।

জানানো হয়েছে যে, বিভাগটি ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পর্কে ফোন করবে না এবং কোনও ওটিপি অনুরোধ করবে না। বর্তমানে, অনেকেই ই-কেওয়াইসি সম্পন্ন করে ফেলেছেন। যারা ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তাদের রেশন কার্ডগুলি সাময়িকভাবে ব্লক করা হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন