ফুল চার্জে লুকিয়ে বিপদ, স্মার্টফোনের ব্যাটারি হেলথ ধরে রাখতে যেসব অভ্যাস ত্যাগ করা জরুরি

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত অফিস বা বাড়ির কাজ, যোগাযোগ, বিনোদন – সব কিছুর জন্য আমাদের ফোনের উপর নির্ভরশীল থাকতে হয়। ফলে ডিভাইসের ব্যাটারি সচল থাকা খুব গুরুত্বপূর্ণ। তবে ফোন চার্জ করার ক্ষেত্রে আমরা অনেকেই কিছু সাধারণ ভুল করে থাকি, যার কারণে স্মার্টফোনের ব্যাটারি হেলথ নষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফোনকে বারবার ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা। এই প্রতিবেদনে আমরা স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার কিছু কৌশল সম্পর্কে বলবো।
ফুল চার্জ করবেন না
বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে। এই ধরণের ব্যাটারি এমনভাবে তৈরি যে তারা সবচেয়ে ভালো পারফর্ম করে যখন চার্জের পরিমাণ থাকে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে। যখন কেউ ফোনকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করে, তখন ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে। ফলে ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা হ্রাস পায়।
সম্পূর্ণ চার্জ শেষ করবেন না
আগে ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হওয়ার পর চার্জ করাকে সঠিক পদ্ধতি হিসেবে ধরে নেওয়া হতো। কিন্তু এই নিয়ম আধুনিক ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে আর প্রযোজ্য নয়। লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে বারবার সম্পূর্ণ চার্জ শেষ করে এবং পুনরায় ফুল চার্জ করলে ব্যাটারির কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই এই পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
কীভাবে ফোনের ব্যাটারির আয়ু বাড়ানো যায়?
ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখতে হলে কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত। ফোনের চার্জ যখন ২০ শতাংশের নিচে নেমে আসে, তখন চার্জে দেওয়া উচিত এবং ৮০-৮৫ শতাংশে পৌঁছানোর পরই চার্জার খুলে ফেলা উচিত। অনেকেই ফোনকে রাতভর চার্জে দিয়ে রাখেন, যা মোটেই ভালো অভ্যাস নয়। দীর্ঘসময় ধরে ফোন ১০০ শতাংশ চার্জ অবস্থায় থাকলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে।