বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত অফিস বা বাড়ির কাজ, যোগাযোগ, বিনোদন – সব কিছুর জন্য আমাদের ফোনের উপর নির্ভরশীল থাকতে হয়। ফলে ডিভাইসের ব্যাটারি সচল থাকা খুব গুরুত্বপূর্ণ। তবে ফোন চার্জ করার ক্ষেত্রে আমরা অনেকেই কিছু সাধারণ ভুল করে থাকি, যার কারণে স্মার্টফোনের ব্যাটারি হেলথ নষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফোনকে বারবার ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা। এই প্রতিবেদনে আমরা স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার কিছু কৌশল সম্পর্কে বলবো।
বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে। এই ধরণের ব্যাটারি এমনভাবে তৈরি যে তারা সবচেয়ে ভালো পারফর্ম করে যখন চার্জের পরিমাণ থাকে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে। যখন কেউ ফোনকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করে, তখন ব্যাটারির উপর বাড়তি চাপ পড়ে। ফলে ধীরে ধীরে ব্যাটারির ক্ষমতা হ্রাস পায়।
আগে ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হওয়ার পর চার্জ করাকে সঠিক পদ্ধতি হিসেবে ধরে নেওয়া হতো। কিন্তু এই নিয়ম আধুনিক ব্যাটারি প্রযুক্তির ক্ষেত্রে আর প্রযোজ্য নয়। লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে বারবার সম্পূর্ণ চার্জ শেষ করে এবং পুনরায় ফুল চার্জ করলে ব্যাটারির কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই এই পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখতে হলে কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত। ফোনের চার্জ যখন ২০ শতাংশের নিচে নেমে আসে, তখন চার্জে দেওয়া উচিত এবং ৮০-৮৫ শতাংশে পৌঁছানোর পরই চার্জার খুলে ফেলা উচিত। অনেকেই ফোনকে রাতভর চার্জে দিয়ে রাখেন, যা মোটেই ভালো অভ্যাস নয়। দীর্ঘসময় ধরে ফোন ১০০ শতাংশ চার্জ অবস্থায় থাকলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.