গাইড

স্মার্টফোন দ্রুত গরম হয় যাচ্ছে? ঠান্ডা রাখতে কী করবেন জেনে নিন

Published on:

smartphone how to stop mobile phone overheating problem

এখনকার স্মার্টফোনগুলি পারফরম্যান্স কেন্দ্রিক হলেও ভারী কোনো কাজ করার সময় বা গেম খেলার সময় সেগুলি মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়। আর অতিরিক্ত গরম হওয়ায় ফোনের পারফরম্যান্স যেমন প্রভাবিত হয় তেমনি এর ব্যাটারি এবং অন্যান্য হার্ডওয়্যারও নষ্ট হতে পারে। যদি আপনারও ফোন হঠাৎ করে খুব গরম হয়ে যায় তাহলে আতঙ্কিত হওয়ার পরিবর্তে নীচে দেওয়া উপায়গুলি অনুসরণ করুন।

ফোনটি ঠান্ডা জায়গায় রাখুন

আপনার ফোন গরম হতে থাকলে, এটিকে সরাসরি সূর্যের আলো বা কোনও গরম জায়গা থেকে সরিয়ে শীতল স্থানে রাখুন। তবে ফ্রিজের মধ্যে রাখবেন না, কারণ হঠাৎ ঠান্ডা হওয়ার ফলে ভিতরে বাষ্প তৈরি হতে পারে, যা ফোনের ক্ষতি করতে পারে।

অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন

ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ, গেমস বা ভিডিও স্ট্রিমিং প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে, যার ফলে ফোন গরম হয়ে যেতে পারে। টাস্ক ম্যানেজার বা সেটিংসে গিয়ে সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় সব অ্যাপ বন্ধ করে দিন।

চার্জার খুলে রাখুন

চার্জ দেওয়ার সময় ফোন গরম হয়ে গেলে চার্জারটি খুলে রাখুন। অনেক সময় নকল বা লোকাল চার্জারও ফোনকে অতিরিক্ত গরম করতে পারে, তাই সব সময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

কভার সরিয়ে রাখুন

আপনার ফোন গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে এর কভার সরিয়ে ফেলুন। অনেক সময় মোটা কভার ফোনের তাপ ধরে রাখে, ফলে এটি ঠান্ডা হতে পারে না।

ইন্টারনেট এবং ব্যাকগ্রাউন্ড সার্ভিস বন্ধ করুন

যদি ফোন খুব বেশি গরম হয়ে যায় তবে ওয়াই-ফাই, মোবাইল ডেটা, ব্লুটুথ এবং জিপিএসের মতো সার্ভিসগুলি বন্ধ রাখুন। এসব সার্ভিস ব্যাটারি ও প্রসেসরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

ডিভাইস রিস্টার্ট করুন

অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে এমন কিছু কাজ চলতে থাকে যা বেশি ব্যাটারি ব্যবহার করে এবং প্রসেসরের উপর চাপ সৃষ্টি করে। এমত পরিস্থিতিতে ডিভাইস গরম হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে আপনার উচিত ফোনটি একবার রিস্টার্ট করার‌।

সফটওয়্যার আপডেট করুন

ফোনের অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলি আপডেট রাখা গুরুত্বপূর্ণ, কারণ নতুন আপডেটে ব্যাটারি এবং প্রসেসর অপ্টিমাইজ করা হয় যা ডিভাইসকে অতিরিক্ত গরম না হতে সাহায্য করে।

ব্যাটারি পরীক্ষা করুন

স্বাভাবিক ব্যবহারের সময়ও যদি আপনার ফোন অতিরিক্ত গরম হতে থাকে তাহলে ব্যাটারিতে সমস্যা হতে পারে। যদি ব্যাটারিটি ফুলে উঠতে শুরু করে বা ফোনটি খুব ধীর হয়ে যায় তবে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার ফোনের ব্যাটারিটি দেখান।