Android iPhone: ড্রাইভিং করছেন, হাত খালি নেই? ভয়েস কমান্ড দিয়ে কীভাবে ফোন চালাবেন

আজকের দিনে স্মার্টফোন মানে শুধু ফোন করা বা মেসেজ পাঠানো নয়। অনেকের কাছে এটা কাজের সঙ্গী, আবার কারও কাছে সময় কাটানোর সবচেয়ে সহজ উপায়। কিন্তু স্মার্টফোনের একটা বৈশিষ্ট্য আমরা অনেকেই ঠিকমতো ব্যবহার করি না। সেটা হল, ফোন না ছুঁয়ে শুধু নিজের কণ্ঠস্বর দিয়ে এটা চালানো যায়। কি শুনে অবাক হলেন? কিন্তু বাস্তবেই এই সুবিধা হ্যান্ডসেটগুলিতে উপলব্ধ।
ফোন না ছুঁয়ে কীভাবে কাজ করবেন
ভয়েস কন্ট্রোল এমন এক প্রযুক্তি, যা ধীরে ধীরে দৈনন্দিন অভ্যাসে ঢুকে পড়ছে। গাড়ি চালানোর সময়, রান্নাঘরে ব্যস্ত থাকলে বা হাতে সমস্যা থাকলে এই ফিচার দারুন কাজে আসে। কল করা, মেসেজ পাঠানো, অ্যাপ খুলে ফেলা বা সেটিংস বদলানো, সবই সম্ভব শুধু কথায় কথায়। অনেকেই জানেন না, প্রায় সব আধুনিক স্মার্টফোনেই এই অপশন আগে থেকেই দেওয়া থাকে।
ভয়েস কন্ট্রোল আসলে কী
সহজভাবে বললে, ভয়েস কন্ট্রোল হল এমন একটি ফিচার যেখানে ফোন আপনার কথা শোনে এবং বুঝে নেয় আপনি কী করতে চাইছেন। ফোনের মাইক্রোফোন আর সফটওয়্যার একসঙ্গে কাজ করে আপনার কণ্ঠস্বরকে নির্দেশে বদলে দেয়। ঠিকভাবে সেট আপ করলে এটি বেশ নির্ভুলভাবেই কাজ করে।
Android ফোনে কণ্ঠস্বর দিয়ে নিয়ন্ত্রণ
Android ব্যবহারকারীদের জন্য সবচেয়ে পরিচিত নাম Google Assistant।
Google Assistant চালু করবেন কীভাবে
প্রথমে আপনার স্মার্টফোনের Settings অপশনে গিয়ে Google অপশনে ঢুকুন। সেখানে Assistant এবং Voice Match বেছে নিয়ে ‘Hey Google’ বা ‘OK Google’ চালু করলেই কাজ শুরু।
এরপর আপনি বলতে পারেন,
“Hey Google, বাবাকে কল করো”
“আরতিকে WhatsApp মেসেজ পাঠাও”
“YouTube খুলে দাও”
“সকাল ছ’টার অ্যালার্ম সেট করো”
শুধু তাই নয়, Wi-Fi অন করা বা আবহাওয়ার খবর নেওয়াও সম্ভব।
পুরো ফোন কন্ট্রোল করতে চাইলে Voice Access
অ্যান্ড্রয়েড ফোনের Voice Access ফিচারের সুবিধা কিছুটা আলাদা। এতে স্ক্রিনে থাকা অপশনগুলিকেও কণ্ঠস্বর দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।
চালু করার উপায়
Settings থেকে Accessibility তে গিয়ে Voice Access অন করতে হবে।
এরপর বলতে পারেন,
“Scroll down”
“Tap 3”
“Go back”
“Notification খুলে দাও”
এই ফিচার বিশেষভাবে সহায়ক যাদের টাচ স্ক্রিন ব্যবহার করতে সমস্যা হয়। তবে সাধারণ ব্যবহারকারীরাও একবার অভ্যস্ত হলে বেশ সুবিধা পান।
iPhone এ ভয়েস কমান্ড দিয়ে ফোন চালানো
Apple ব্যবহারকারীদের জন্য রয়েছে Siri ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার।
Siri চালু করার উপায়
ডিভাইসের Settings বিভাগে গিয়ে Siri & Search অপশনে ঢুকে ‘Listen for Hey Siri’ অন করতে হবে।
Siri দিয়ে কল করা, মেসেজ পাঠানো, রিমাইন্ডার সেট করা, গান চালানো বা ম্যাপের সাহায্যে পথ খোঁজা খুবই সহজ।
iOS এর Voice Control ফিচার
iPhone এ আরও একটি দুর্দান্ত বৈশিষ্ট্য আছে, যেটার নাম Voice Control।
চালু করার নিয়ম
Settings > Accessibility > Voice Control অন করলেই শুরু।
এরপর বলা যাবে,
“Swipe left”
“Messages খুলে দাও”
“Camera ওপেন করো”
“Home screen এ যাও”
তবে একটা বিষয় মাথায় রাখা ভালো। শান্ত পরিবেশে এই ফিচার সবচেয়ে ভালো কাজ করে। কিছু কমান্ডের জন্য ইন্টারনেট সংযোগও দরকার হয়।

