গাইড

বেজে গিয়েছে IPL-এর দামামা, কোথায় কীভাবে টিকিট কাটবেন? দাম কত থাকবে জেনে নিন

Published on:

Tata Ipl 2025 how to book tickets online price catagory

আর কিছুদিন পর শুরু হবে ২০২৫ টাটা আইপিএল। এই টুর্নামেন্ট শুরুর প্রতীক্ষায় কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা। আপনাদের জানিয়ে রাখি, আইপিএল এর অনলাইন টিকিটের প্রি-রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজস্থান রয়্যালস। যদিও BCCI এর তরফে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, জানা গিয়েছে, পরিচিত প্ল্যাটফর্মগুলি থেকেই পাওয়া যাবে আইপিএল এর টিকিট। বাড়ি বসেই বুক করতে পারবেন প্রিয় দলের ম্যাচ টিকিট। জেনে নিন পদ্ধতি।

আইপিএল ২০২৫ এর টিকিট এই প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে:

BookMyShow
Paytm
IPLT20.com (অফিসিয়াল আইপিএল ওয়েবসাইট)

আইপিএল ২০২৫ এর টিকিট অনলাইনে বুক করার পদ্ধতি

* সবার প্রথম অফিসিয়াল টিকিট বুকিং প্ল্যাটফর্মটি ওপেন করুন। IPL ২০২৫ এর টিকিট বুকিং BookMyShow, Paytm, অথবা IPLT20.com এর মতো ওয়েবসাইটগুলিতে ভিজিট করুন।

* আসন্ন ম্যাচগুলির তালিকা স্ক্রল করুন এবং আপনি যে ম্যাচ দেখতে চান তা নির্বাচন করুন। তারপর সংশ্লিষ্ট স্থান এবং তারিখ বেছে নিন।

আসন বিভাগের উপর নির্ভর করে টিকিটের দাম পরিবর্তিত হয়। যেমন :

সাধারণ (বাজেট-ফ্রেন্ডলি বিকল্প)
মধ্যম পরিসর
প্রিমিয়াম আসন
ভিআইপি (সেরা স্টেডিয়াম অভিজ্ঞতার জন্য)

সবশেষে ডেবিট/ক্রেডিট কার্ড, UPI, নেট ব্যাঙ্কিং, অথবা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করুন।

অনলাইন টিকিট বুকিং কবে থেকে শুরু হবে সেই তারিখ এখনও জানায়নি BCCI, তবে দ্রুত টিকিট পেতে উক্ত ওয়েবসাইটগুলিতে নজর রাখতে পারেন। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই অনলাইন টিকিট বুকিং শুরু হবে।