গাইড

নিরাপদে WhatsApp ব্যবহার করুন, ছবি বা নম্বর চুরি করে বিপদে ফেলতে পারবে না কেউ, মেনে চলুন এই 5 টিপস

Published on:

whatsapp safety tips to keep photo contact status messages private

গত বছরে ডেটার অপব্যবহার অনেক বেড়েছে। তাই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় আমাদের গোপনীয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ। গত কয়েকমাসে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে WhatsApp থেকে নম্বর ও ছবি চুরি করে তাদের অপব্যবহার করা হয়েছে। তাই এই প্রতিবেদনে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় কীভাবে গোপনীয়তা বজায় রাখা যায় সে সম্পর্কে বলবো।

নিরাপদে WhatsApp কীভাবে ব্যবহার করবেন

টু স্টেপ ভেরিফিকেশন ও বায়োমেট্রিক সিকিউরিটি ব্যবহার করুন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিরাপদে রাখার জন্য মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি বিভিন্ন ধরনের ফিচার অফার করে। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় টু স্টেপ ভেরিফিকেশন ফিচার। এটি অন করতে হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে অ্যাকাউন্ট অপশনে গিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করুন। এর পাশাপাশি চ্যাট লক বা অ্যাপ লক রাখার জন্য পিন বা ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করতে পারেন।

WhatsApp Community Join Now

Last Seen ডিজেবল করুন

হোয়াটসঅ্যাপে বাই ডিফল্ট লাস্ট সিন ফিচার অন থাকে। এটি অন্যান্য ব্যবহারকারীদের বলে দেয় যে আপনি শেষ কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিলেন। আপনি এটি বন্ধ রেখে আপনার গোপনীয়তা নিশ্চিত করতে পারেন। এই সেটিং ডিজেবল করার পর কেউ জানতে পারবে না আপনি কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন।

গ্রুপে যুক্ত করার সুবিধা বন্ধ করুন

কেউ যদি আপনাকে বারবার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে থাকে, তাহলে এই বিষয়েও ব্যবস্থা নেওয়া জরুরি। আপনি হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে‌ সরাসরি গ্রুপে যুক্ত করার পরিবর্তে ইনভাইট করার বিকল্প চয়ন করতে পারেন।

হোয়াটসঅ্যাপ প্রোফাইল ফটো

কেউ হোয়াটসঅ্যাপে আপনার প্রোফাইল ফটোর অপব্যবহারও করতে পারে। প্রাইভেসি সেটিংসে গিয়ে আপনি সেট করতে পারেন কে আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে আর কে দেখতে পারবে না।

Read Receipt অফ করুন

যদি আপনার মেসেজে হোয়াটসঅ্যাপে ব্লু টিক দেখায়, তার মানে আপনার মেসেজটি পড়া হয়েছে। তবে আপনি যদি প্রাইভেসি চান, তাহলে রিড রিসিপ্ট ডিজেবল করতে পারেন। এর পর প্রেরক যদি আপনাকে কোন মেসেজ পাঠায় তাহলে সে আপনার মেসেজ পড়ার পরেও ব্লু টিক দেখতে পাবে না।

WhatsApp স্ট্যাটাস প্রাইভেট করুন

আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট করার সাথে সাথে এটি আপনার কন্টাক্টের কাছে উপস্থিত হতে শুরু করে। তবে আপনি যদি গোপনীয়তা বজায় রাখতে চান তবে আপনি স্ট্যাটাস সেটিংসে গিয়ে কেবলমাত্র নির্বাচিত কন্টাক্টের সাথে শেয়ার করার বিকল্প বেছে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন