গাইড

আপনার আধার অন্য কেউ ব্যবহার করলে মহা সর্বনাশ! বিপদ এড়াতে কী করণীয় জেনে রাখুন

Published on:

your-aadhaar-number-is-being-misused-heres-how-to-find-out

ব্যাংকিং, স্বাস্থ্যসেবা এবং মোবাইল সংযোগ-সহ সরকারি ও বেসরকারি পরিষেবার জন্য ভীষণ জরুরি আধার কার্ড। কিন্তু, আপনার আধার কার্ডের সঙ্গে কেউ অপব্যাবহার করছে না তো! কারণ সাম্প্রতিক সময়ে এমন অনেক ঘটনা সামনে এসেছে। আধারের অননুমোদিত ব্যবহারের ফলে কার্ডধারীর অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সিম কার্ড কেনার মতো জালিয়াতিমূলক কার্যকলাপ হতে পারে। তাই সাবধান থাকা ভীষণ জরুরি।

কেউ যদি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, বা ইমেল আইডির নিয়ন্ত্রণ পায় তাহলে অপব্যবহার হতে বেশি সময় লাগবে না। তবে চিন্তা নেই! ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আপনার আধার ব্যবহারের ইতিহাস পরীক্ষা করার একটি উপায় নিয়ে এসেছে। যদি কোনও অননুমোদিত লেনদেনের সন্দেহ হয়, তাহলে আপনার তথ্য সুরক্ষিত করার জন্য আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন।

আধার কার্ড অপব্যবহার হচ্ছে কিনা জানার উপায়

UIDAI, ব্যবহারকারীদের আধার প্রমাণীকরণের ইতিহাস পর্যবেক্ষণ করার অনুমতি দেয়। এই সুবিধাটি অনেকদিন আগেই চালু হয়েছে, যেখান থেকে কার্ডটি ব্যাঙ্ক লেনদেন, সিম কেনা বা হোটেল বুকিংয়ের মতো কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়েছে কিনা যাচাই করা যায়। রিয়েল টাইম ভিত্তিতে আধার ইতিহাস ট্র্যাক করতে না পারলেও, আপনি সাম্প্রতিক কার্যকলাপ যাচাই করতে পারেন।

আধার ইতিহাস যাচাই করার পদ্ধতি –

প্রথমে UIDAI ওয়েবসাইটটি uidai.gov.in ভিজিট করুন।

এবার আপনার ১২ সংখ্যার আধার নম্বর টাইপ করুন এবং ক্যাপচা কোডটি পূরণ করুন।

আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে।

লগইন করুন এবং আপনার প্রমাণীকরণ ইতিহাস পরীক্ষা করতে “প্রমাণীকরণ ইতিহাস” সেকশনে যান।

আপনি যে কোনও সন্দেহজনক লেনদেন শনাক্ত করতে পারবেন।

যদি আপনি কোনও অননুমোদিত কার্যকলাপ দেখতে পান, তাহলে অবিলম্বে UIDAI-কে রিপোর্ট করুন।

আধার কার্ড লক করার পদ্ধতি –

আধার কার্ড সুরক্ষিত করতে এটির বায়োমেট্রিক লক করে রাখতে পারেন।

এর জন্য UIDAI এর ওয়েবসাইটে যান।

আপনার আধারের তথ্য লিখুন এবং ক্যাপচা কোড জমা দিন।

আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP পাবেন।

বায়োমেট্রিক ডেটা লক করা নিশ্চিত করতে OTP ব্যবহার করুন।

একবার লক হয়ে গেলে, ম্যানুয়ালি আনলক না করা পর্যন্ত কেউ আপনার আধার বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য ব্যবহার করতে পারবে না।