বহু প্রতীক্ষিত iPhone SE 4 পরের বছর লঞ্চ হবে। অ্যাপলের নতুন মডেল ঘিরে বাড়ছে উন্মাদনা। কারণ এটি আইফোন 17 সিরিজের তুলনায় অনেক সস্তা হবে। তবে iPhone SE এর যে আগের প্রজন্ম ছিল, তার তুলনায় নতুন মডেলের দাম বেশি হতে পারে। সম্প্রতি এক রিপোর্টে এমন দাবি করা হয়েছে। 2025 সালের প্রথমার্ধেই ফোনটি লঞ্চ হতে চলেছে। টেক মহলে তা নিয়ে গুঞ্জনের শেষ নেই। কেনই বা হবে না! দীর্ঘ অপেক্ষার পর আসছে iPhone SE 4।
সূত্রের খবর, এই ফোনে থাকবে একটি 6.1-ইঞ্চি OLED স্ক্রিন। আইফোন 14 এর ডিজাইন অনুসরণ করে একে আনা হতে পারে। এবার ফোনের সম্ভাব্য দাম ফাঁস হয়েছে ইন্টারনেটে।
iPhone SE 4 এর সম্ভাব্য দাম
আইফোন এসই 4 এর সম্ভাব্য দাম প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার ব্লগ নেভার। তাদের পোস্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায়, ডিভাইসটির দাম KRW 8,00,000 (প্রায় 46,000 টাকা) রাখা হতে পারে। আবার আমেরিকায় এটির দাম রাখা হতে পারে 449- 549 ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 38,389-46,940 টাকা। উল্লেখ্য, আগের মডেলের দাম ছিল 429 ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় 36,000 টাকা)।
দাম বেশি হলে আশা করা যায় নতুন আইফোনে ভালো প্রসেসর এবং ফিচার পাওয়া যাবে। এছাড়া, প্রথমবারের মতো, অ্যাপল তাদের নিজস্ব 5G বেসব্যান্ড চিপ এতে ব্যবহার করবে বলে শোনা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানি কোয়ালকম চিপের উপরই নির্ভরশীল ছিল। পাশাপাশি এতে A18 প্রসেসর থাকতে পারে। পাওয়া যাবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। এটি প্রথম iPhone SE মডেল হতে চলেছে, যা USB টাইপ-সি পোর্টের সাথে লঞ্চ হবে।