সবাইকে পিছনে ফেলে প্রথমবার ১০০০০mAh ব্যাটারির স্মার্টফোন আনছে Realme? তুঙ্গে জল্পনা

এখন স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ব্যাটারি নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। ইতিমধ্যেই বাজারে এসেছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটির ব্যাটারি। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ আবার দাবি করেছেন, ২০২৬ সালের প্রথমার্ধে লঞ্চের জন্য একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের উপর কাজ করা হচ্ছে, যার ব্যাটারির ক্ষমতা থাকবে ১০,০০০ এমএএইচ। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন! টিপস্টারের দাবি সত্যি হলে এই প্রথমবার সাধারণ স্মার্টফোনে পাঁচ-অঙ্কের ব্যাটারি ক্যাপাসিটি দেখা যেতে পারে।
Realme আনছে ১০০০০mAh ব্যাটারির ফোন
যদিও ডিজিটাল চ্যাট স্টেশন ঠিক কোন কোম্পানি ১০০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোনের উপর কাজ করছে তা জানাননি, তবে সম্ভাবনা জোরালো যে এটি হতে পারে Realme-এর কোনো মডেল। কারণ ইতিমধ্যেই এই চীনা ব্র্যান্ডটি একটি কনসেপ্ট ফোনে এই বিশাল ব্যাটারির ঝলক দেখিয়েছিল।
সিলিকন-কার্বন ব্যাটারির ম্যাজিক
ফোনে বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া সম্ভব হচ্ছে নতুন ধরনের সিলিকন-কার্বন প্রযুক্তির জন্য। সাধারণ গ্রাফাইট ব্যাটারির ক্ষমতা যেখানে প্রতি গ্রামে প্রায় ৩৭২ এমএএইচ-এর কম, সেখানে সিলিকন-কার্বন ব্যাটারি প্রতি গ্রামে থিওরেটিক্যালি ৪,২০০ এমএএইচ পর্যন্ত দিতে পারে, আর এটাই গেম চেঞ্জিং বলে মনে করা হচ্ছে।
Realme-র কনসেপ্ট ফোন সম্পর্কে কি জানা গেছে
জানা গেছে রিয়েলমির ওই কনসেপ্ট স্মার্টফোনের ব্যাটারিতে ১০ শতাংশ সিলিকন ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাটারির এনার্জি ডেনসিটি ৮৮৭Wh/L, যা এই মুহূর্তে বাজারে সর্বোচ্চ। এত বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি মাত্র ৮.৫ মিমি পুরু বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, চীনে ইতিমধ্যেই কিছু পাতলা, বড় ব্যাটারির ফোন লঞ্চ হয়েছে। উদাহরণস্বরূপ, Honor Power ডিভাইসে দেওয়া হয়েছে ৮,০০০ এমএএইচ ব্যাটারি এবং এটি মাত্র ৮ মিমি পুরু। ফলে ১০,০০০ এমএএইচ ব্যাটারির সাথে স্লিম ফোন যে একেবারেই অদূর ভবিষ্যতের বিষয় নয়, সেটা বলাই যায়।