25 হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চাইলে অ্যামাজনে আপনার জন্য দুর্দান্ত ডিল রয়েছে। এই ডিলটি OnePlus Nord CE 4 এর উপর পাওয়া যাচ্ছে। যারপর স্মার্টফোনটির 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট 11 শতাংশ ডিসকাউন্টে 23,998 টাকায় কেনা যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে ডিভাইসটি 2 হাজার টাকা ডিসকাউন্ট সহ কেনা যাবে।
আবার এর সাথে প্রায় 720 টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের মাধ্যমে OnePlus Nord CE 4 কিনতে চাইলে 22,700 টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।
ওয়ানপ্লাস নর্ড সিই 4 ফোনে 2412×1080 পিক্সেল রেজোলিউশনের 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে। এতে ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1100 নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 ব্যবহার করা হয়েছে। আর ডিভাইসের পিছনের প্যানেলে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান।
এর মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেমের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই 4 হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেন ওএস 14 কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এটি সেলাডন মার্বেল এবং ডার্ক ক্রোম কালার অপশনে এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.