লঞ্চের সময় থেকে ৪০০০ টাকা সস্তা হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco M6 Plus 5G স্মার্টফোন

পুজোর আগে কম দামে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন খোঁজ করলে আপনি Poco M6 Plus 5G ডিভাইসটি বেছে নিতে পারেন। ভালো ক্যামেরার পাশাপাশি এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪ সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া ডিভাইসটি ৫০৩০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এহেন ফিচারের ঠাসা স্মার্টফোনটি ৪ হাজার টাকা কম দামে বিক্রি। লঞ্চের সময় Poco M6 Plus 5G এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৪৯৯ টাকা। তবে এখন এটি অনেক মূল্যে অর্ডার করা যাবে।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco M6 Plus 5G ফোনে অফার

এখন Poco M6 Plus 5G অ্যামাজন ইন্ডিয়ায় ১০,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারে ৫০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া ডিভাইসটি ৫২৪ টাকা ক্যাশব্যাক সহ কেনা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করেও হ্যান্ডসেটটি কেনার সুযোগ রয়েছে। এক্ষেত্রে পুরানো মডেলের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর ডিসকাউন্ট নির্ভর করবে।

Poco M6 Plus 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

পোকো এম৬ প্লাস ৫জি ফোনে আছে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৫০ নিটস পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এই প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপার ওএস কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

সিকিউরিটির জন্য Poco M6 Plus 5G ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি আইপি৫৩ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।