সবচেয়ে কম দামে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন কিনতে চাইলে সুখবর। অ্যামাজনে Tecno Pova 6 Neo 5G ডিভাইসটি আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল এবং এতে আছে ১৬ জিবি পর্যন্ত র্যাম (মেমোরি ফিউশন সহ)। অ্যামাজনে এই মুহূর্তে Tecno Pova 6 Neo 5G ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সন পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯৯ টাকায়। এর সঙ্গে ১,০০০ টাকার কুপন ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
যদিও অফার এখানেই শেষ নয়, অ্যামাজন এর সাথে ৩৮৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দিচ্ছে। সেই সঙ্গে, পুরনো ফোন এক্সচেঞ্জ করার অপশনও রয়েছে। তবে এই এক্সচেঞ্জ অফারের ডিসকাউন্ট আপনার পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির পলিসির ওপর নির্ভর করবে।
টেকনো পোভা ৬ নিও ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০x৭২০ পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে র্যাম ৮ জিবি বাড়িয়ে মোট ১৬ জিবি পর্যন্ত করা যাবে। এছাড়া, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক হাইওএস ১৪.৫ কাস্টম স্কিনে চলে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.