আপনি যদি ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ক্যামেরার ফোন কিনতে চান তাহলে Redmi Note 13 Pro+ 5G বেছে নিতে পারেন। এতে আছে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা দিয়ে চমৎকার ছবি তোলা যায়। ফ্লিপকার্টে লঞ্চের সময়ের দাম থেকে এই ফোনটি এখন 11,000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে। দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি এতে ফাটাফাটি স্পেসিফিকেশনও পাওয়া যাবে। মাত্র ১৯ মিনিটেই ডিভাইসটি ফুল চার্জ হয়ে যায়।
Redmi Note 13 Pro + 5G এখন বিক্রি হচ্ছে 11,000 টাকার বেশি ডিসকাউন্টে
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে রেডমি নোট 13 প্রো প্লাস 5G ফোনের 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্ট 22,230 টাকায় কেনা যাচ্ছে। যেখানে এটি 33,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ এটি এখন 11,769 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 5% ক্যাশব্যাক মিলবে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। চলুন দেখে নেওয়া যাক রেডমি নোট 13 প্রো প্লাস 5G ফোনটির বেসিক স্পেসিফিকেশন।
Redmi Note 13 Pro + 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
এই রেডমি ফোনে 6.67-ইঞ্চি 3D কার্ভড AMOLED ডিসপ্লে আছে যা 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ডলবি ভিশন, 1800 নিটস পিক ব্রাইটনেস, এইচডিআর 10+ সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন উপস্থিত।
রেডমি নোট 13 প্রো প্লাস 5G ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 চিপসেট। ক্যামেরার কথা বললে, ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস এবং ইআইএস সহ 200-মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচপি 3 প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এই ডিভাইসে টাইপ-সি পোর্ট এবং 120W হাইপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। চার্জারটি ফোনের বাক্সেই পাওয়া যায়। 19 মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।