নতুন ফোন কেনার সময় বেশিরভাগ ক্রেতাই এখন ক্যামেরা সেটআপের দিকে নজর দেন। কারণ স্মার্টফোন দিয়ে এখন কল করা বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের পাশাপাশি ফটো তোলা এবং ভিডিও রেকর্ড করার কাজও আমরা করে থাকি। যেকারনে বর্তমান সময়ে বাজারে আসা ডিভাইসগুলি দুর্দান্ত ক্যামেরা সেটআপ অফার করে। আর এদের দামও খুব বেশি নয়। এই প্রতিবেদনে আমরা 200 মেগাপিক্সেল ক্যামেরার একটি ফোনের বিষয়ে বলবো, যেটি 20,000 টাকারও কম দামে অর্ডার করা যাবে। এই স্মার্টফোনের নাম Redmi Note 13 Pro 5G।
জনপ্রিয় এই ডিভাইসটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এখন অফারের সাথে তালিকাভুক্ত আছে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। আবার ক্রেতারা চাইলে পুরানো ফোন বদলে বাড়তি ছাড় আদায় করে নিতে পারেন। Redmi Note 13 Pro 5G এর ফিচারের কথা বললে, এতে 1.5K অ্যামোলেড ডিসপ্লে, গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন এবং স্ন্যাপড্রাগ 7s জেন 2 5G প্রসেসর দেওয়া হয়েছে।
Redmi Note 13 Pro 5G কিনুন বাম্পার অফারে
রেডমি নোট 13 প্রো 5G ডিভাইসের 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে 32 শতাংশ ছাড়ের পর মাত্র 19,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 975 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সাথে কম্বো অফারও রয়েছে।
আর পুরানো ফোন এক্সচেঞ্জ করে 11,350 টাকা পর্যন্ত সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরানো ফোনের মডেল এবং এর অবস্থার উপর। এই ডিভাইসটি আর্কটিক হোয়াইট, কোরাল পার্পল, মিডনাইট ব্ল্যাক এবং স্কারলেট রেডের মতো কালার অপশনে আসবে।
Redmi Note 13 Pro 5G ফিচার ও স্পেসিফিকেশন
শাওমি রেডমি নোট সিরিজের এই ফোনে আছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা হাই-রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 5G প্রসেসর দ্বারা চালিত এবং এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে OIS সহ 200MP প্রধান সেন্সর, 8MP সেকেন্ডারি এবং 2MP ম্যাক্রো সেন্সর পাওয়া যাবে।
Redmi Note 13 Pro 5G ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত এবং এতে 5100mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W টার্বো চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।