লঞ্চের আগেই ফাঁস OnePlus Ace 6 এর সম্পূর্ণ ফিচার, আসছে 7800mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite চিপসহ

OnePlus আগামী সপ্তাহে তাদের হোম মার্কেট চীনে OnePlus 15 ফোনের সাথে OnePlus Ace 6 স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আনুষ্ঠানিক লঞ্চের আগেই এখন সোশ্যাল মিডিয়ায় আসন্ন ডিভাইসটির প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনই ফাঁস হয়ে গেছে। OnePlus Ace 6 কি কি অফার করতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল OnePlus Ace 6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
লেটেস্ট ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট অনুসারে, OnePlus Ace 6 হ্যান্ডসেটে ১.৫কে+ রেজোলিউশন সহ ৬.৮৩ ইঞ্চির এলটিপিএস ডিসপ্লে এবং ডলবি ভিশন সাপোর্ট থাকবে। স্ক্রিনটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে জানা গেছে। পোস্টে এইচডিআর ভিভিড এবং এইচডিআর১০+ সার্টিফিকেশন সহ “প্রো এক্সডিআর আল্ট্রা-ডায়নামিক ডিসপ্লে” সাপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে। এইচডিআর সম্পর্কে বললে, ফোনটি তার সর্বোচ্চ পর্যায়ে ১,৮০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা প্রদান করবে এবং এতে ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং থাকবে।
পারফরম্যান্সের জন্য, OnePlus Ace 6 মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হবে, যার সাথে যুক্ত থাকবে এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ইউএফএস ৪.১ স্টোরেজ। এছাড়াও, জানা গেছে যে এই ফোনে ফেংচি গেমিং কোর ২.০ (Fengchi Gaming Core 2.0) সাপোর্ট করবে। এটি হল ওয়ানপ্লাসের তৈরি একটি চিপ-লেভেল গেমিং প্রযুক্তি, যা মোবাইল গেমিং পারফরম্যান্স উন্নত করার জন্য অ্যান্ড্রয়েড কার্নেলকে মসৃণ গেমপ্লে, কম ফ্রেম ড্রপ এবং কম হিটের জন্য অপ্টিমাইজ করে।
ক্যামেরার ক্ষেত্রে, OnePlus Ace 6 স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, দেওয়া হবে ৭,৮০০ এমএএইচ ব্যাটারি, যা ২,০০০ চার্জ সাইকেলের পরেও কমপক্ষে ৮০ শতাংশ স্বাস্থ্য ধরে রাখতে পারবে বলে জানা গেছে। এতছ ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে।
OnePlus Ace 6 এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৫ জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, সুপার লিনিয়ার ডুয়েল স্পিকার, বায়োনিক ভাইব্রেশন মোটর, ইনফ্রারেড রিমোট এবং সমস্ত পারফরম্যান্স পরিচালনা করার জন্য নতুন কুলিং সিস্টেম। OnePlus Ace 6 সিলভার, হোয়াইট এবং ব্ল্যাকের মতো কালার অপশনে আসবে বলে জানা গেছে। এটি সর্বোচ্চ ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।