5 হাজার টাকার কাছাকাছি ছাড়ে Oppo K12x 5G স্মার্টফোন, রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা

বাজেটের মধ্যে অপ্পো স্মার্টফোন কিনতে চাইলে Oppo K12x 5G বেছে নিতে পারেন। এই ডিভাইসে আছে এইচডি প্লাস ডিসপ্লে, ৩২ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১০০ এমএএইচ ব্যাটারি। আর ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই ফোনটি কম দামে বিক্রি হচ্ছে। এর উপর ২৩ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া আছে ইএমআই ও এক্সচেঞ্জ অফার।
Oppo K12x 5G এর দাম
ফ্লিপকার্টে এখন অপ্পো কে১২এক্স ৫জি স্মার্টফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৫,৯৯৯ টাকা। এটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
Oppo K12x 5G এর অফার
অপ্পো কে১২এক্স ৫জি বর্তমানে ফ্লিপকার্ট থেকে ৪৫৮ টাকা মাসিক কিস্তি সহ কেনা যেতে পারে। এর সাথে এক্সচেঞ্জ অফারও রয়েছে। আবার ক্রেডিট এবং ডেবিট কার্ডে ১,০০০ টাকার ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: 20 হাজার টাকার মধ্যে সেরা 10টি স্মার্টফোন
Oppo K12x 5G এর স্পেসিফিকেশন
অপ্পো কে১২এক্স ৫জি ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এর পিক্সেল রেজলিউশন ১৬০৪ × ৭২০, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১০০০ নিটস। এর পিছনের প্যানেলে ফটোগ্রাফির জন্য ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা।
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা পোর্ট্রেট, নাইট, হাই-রেজ, প্যানো, স্লো-মো, টাইম-ল্যাপ্স, ডুয়াল-ভিউ ভিডিও, স্টিকার এবং টেক্সট স্ক্যানার মতো ক্যামেরা ফিচার উপস্থিত। Oppo K12x 5G স্মার্টফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দেওয়া হয়েছে।