মোবাইল

৬ বছর ধরে নতুন থাকবে, কম দামে Samsung Galaxy A16 5G কিনলে বিরাট লাভ

সুমন পাত্র, কলকাতা: আপনি যদি বাজেটের মধ্যে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারেন এমন ফোন খুঁজে থাকেন, তাহলে Samsung এর ... Read more

Published on:

50 megapixel camera samsung galaxy a16 5g huge discount 6 year of os update

সুমন পাত্র, কলকাতা: আপনি যদি বাজেটের মধ্যে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারেন এমন ফোন খুঁজে থাকেন, তাহলে Samsung এর একটি ডিভাইস বেছে নিতে পারেন। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডের এই ফোনে ৬ বছর ধরে সিকিউরিটি প্যাচ এবং ৬ বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট আসবে। অর্থাৎ ৬ বছর ধরে আপনাকে স্মার্টফোনটি পুরানো বলে মনে হবে না। আর এই ফোনে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফাস্ট চার্জিং এর সাপোর্টও পাওয়া যাবে। এই ডিভাইসের নাম হল Samsung Galaxy A16 5G। এটি এখন সস্তায় বিক্রি হচ্ছে।

Samsung Galaxy A16 5G-তে সবচেয়ে বড় ডিসকাউন্ট

ফ্লিপকার্ট কোনো শর্ত ছাড়াই স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ফোনটি ৩,৫০০ টাকা ছাড়ে বিক্রি করছে। এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৮,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। কিন্তু এখন এটি ফ্লিপকার্টে ১৫,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তবে আপনি ৮৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার।

Samsung Galaxy A16 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি ডিভাইসে আছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনের সামনে দেখা যাবে ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ক্যামেরা প্রসঙ্গে বললে, স্যামসাং গ্যালাক্সি এ১৬ ৫জি মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ডিভাইসটি IP54 রেটিং সহ এসেছে।