মোবাইল

১০ হাজার টাকায় 5G স্মার্টফোন, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Published on:

5g Smartphones under 10000 rupees iqoo z9x 5G huge discount offer on amazon

বাজেট রেঞ্জে বড় ব্যাটারি এবং ১২০ হার্টজ স্মুথ ডিসপ্লের সস্তা 5G ফোন খোঁজ করলে iQOO Z9x 5G বেছে নিতে পারেন। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর রয়েছে, যা একে এই সেগমেন্টের সবচেয়ে দ্রুত ফোন করে তুলেছে। অ্যামাজনে এই ফোনটি সীমিত সময়ের ডিলে বাম্পার ডিসকাউন্ট সহ বিক্রি হচ্ছে। চলুন অফারে iQOO Z9x 5G অত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

iQOO Z9x 5G ফোনে প্রচুর ছাড়

আইকো জেড৯এক্স ৫জি এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। কিন্তু এখন এই ফোনটি অ্যামাজন সেলে ২,৫০০ টাকা ডিসকাউন্টের পর ১০,৪৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ।

অন্যান্য অফারের কথা বললে, এই ফোনটি অ্যামাজন পে দিয়ে কেনার সময় ৩১৪ টাকা ক্যাশব্যাক সহ পাওয়া যাবে। আবার ৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ছাড়ও দেওয়া হচ্ছে। এই এক্সচেঞ্জ অফার সম্পূর্ণরূপে আপনার ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করে।

iQOO Z9x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

আইকো জেড৯এক্স ৫জি সেগমেন্টের সবচেয়ে দ্রুত ফোন বলে দাবি করা হয়েছে, কারণ এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

পাওয়ার ব্যাকআপের জন্য আইকো জেড৯এক্স ৫জি স্মার্টফোনটি ৬০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে। এটি একবার চার্জে দুই দিন ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটি দুই বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে।

iQOO Z9x 5G এর ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান, এর মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর রয়েছে। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।