6000mAh Battery Phones Under Rs 15000: ফোনের ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ স্মার্টফোনে যতই ফিচার থাকুক, ব্যাটারি বেশিক্ষণ ব্যাকআপ না দিলে কোনো মজাই আসে না। এই কারণে এখন বাজেট থেকে ফ্ল্যাগশিপ, সমস্ত ধরনের ডিভাইসে বড় ব্যাটারি থাকে। এই প্রতিবেদনে আমরা 15000 টাকার কমে 6000mAh ব্যাটারি সহ আসা ফোনের লিস্ট শেয়ার করবো। এই লিস্টে স্যামসাং থেকে ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন আছে।
15 হাজার টাকার কমে 6000mAh ব্যাটারির ফোন
Motorola G64 5G
মোটোরোলা এই ফোনে 6000mAh ব্যাটারি আছে, যার ফলে আপনাকে বারবার চার্জ করার বিষয়ে চিন্তা করতে হবে না। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50+8 মেগাপিক্সেল রেজোলিউশনের দুটি ক্যামেরা সেন্সর। Moto G64 5G এর 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 14,999 টাকায় তালিকাভুক্ত।
Samsung Galaxy M15 5G Prime Edition
স্যামসাংয়ের এই ফোনটি বর্তমানে অ্যামাজন থেকে 11,999 টাকায় কেনা যাচ্ছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর 6,000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর দ্বারা চালিত। এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেল ক্যামেরা।
iQOO Z9x 5G
iQOO এর স্মার্টফোনে 6000mAh ব্যাটারির উপস্থিত। এই ব্যাটারি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। iQOO Z9x 5G এর 4 জিবি র্যাম ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে 11,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেন্সর পাওয়া যাবে।
Samsung Galaxy M35 5G
Samsung Galaxy M35 5G ফোনের 6 জিবি র্যাম ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 15,490 টাকায় বিক্রি হচ্ছে। এতেও 6000mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস 1380 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই 6 কাস্টম স্কিনে চলবে।
Vivo T3x 5G
ভিভোর বাজেট 5G স্মার্টফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর। 6000mAh ব্যাটারি সহ আসা ডিভাইসটি অ্যামাজনে 12,088 টাকায় তালিকাভুক্ত। এতে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।